
ছবি : জনকণ্ঠ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্মৃতিফলকটির নির্মাণ কাজ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্মৃতিফলকটি বিশ্ববিদ্যালয়ের গেট নম্বর-১ সংলগ্ন স্থানে নির্মিত হবে। ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।
নির্মাণ কাজ উদ্বোধনকালে উপাচার্য বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিফলক উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা সবাই সাক্ষী হয়ে রইলেন ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নির্মাণ কাজের সূচনায়।”
সা/ই