ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আত্মগোপনে চেয়ারম্যান, অদৃশ্য ইশারায় চলছে ইউনিয়ন পরিষদ

সংবাদদাতা, মেলান্দহ (জামালপুর):

প্রকাশিত: ১৪:৫৬, ২৮ মে ২০২৫

আত্মগোপনে চেয়ারম্যান, অদৃশ্য ইশারায় চলছে ইউনিয়ন পরিষদ

জামালপুরের মেলান্দহ উপজেলার ৭ নম্বর চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থাকলেও পরিষদ চলছে অদৃশ্য ইশারায়। চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে এসে আত্মগোপনে চলে যান। এতে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

প্যানেল চেয়ারম্যান থাকলেও বর্তমানে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে আত্মগোপনে থাকা চেয়ারম্যানের ইশারায়— এমনটাই জানিয়েছেন ইউপি সদস্যরা। ফলে প্যানেল চেয়ারম্যানের উপস্থিতি থাকলেও সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নবাসী।

এছাড়া, ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব পরিচালিত হতো চেয়ারম্যানের নামের ব্যাংক হিসাবে। তিনি অনুপস্থিত থাকায় ইউনিয়নের আয়ের টাকা ব্যাংকে জমা দেওয়া গেলেও উত্তোলন করা যাচ্ছে না, ফলে উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইউপি সচিব।

সরেজমিনে পরিষদের সেবা কার্যক্রম বিষয়ে ৭ নম্বর চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. নূরুল ইসলাম জানান, “চেয়ারম্যান নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়েছেন ঠিকই, কিন্তু পরিষদে আসেন না। শুনেছি তিনি ঢাকায় আছেন। স্ত্রীর অসুস্থতার কারণে তিনি মেম্বারদের কাছে ছুটির আবেদন পাঠিয়েছেন। কিন্তু তার অনুপস্থিতিতে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত সমাধান না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পূর্ণরূপে অচল হয়ে পড়বে।”

ইউনিয়নের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও এসএম আলমগীর জনকণ্ঠকে জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি। সৃষ্ট জটিলতা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। চেয়ারম্যান উপস্থিত না থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

নুসরাত

×