ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

৭৮তম কান উৎসবে ঐশ্বরিয়ার গ্ল্যামার শাড়ি ও ৫০০ ক্যারেটের রুবি নেকলেস

প্রকাশিত: ১৮:৪১, ২২ মে ২০২৫

৭৮তম কান উৎসবে ঐশ্বরিয়ার গ্ল্যামার শাড়ি ও ৫০০ ক্যারেটের রুবি নেকলেস

৫২ বছর বয়স ছুঁইছুঁই হলেও, ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য ও উপস্থিতি এখনও সবার মন জয় করে যাচ্ছে। ২১ মে, ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, মনীশ মালহোত্রার ডিজাইন করা এক অসাধারণ বেনারসি শাড়িতে।

হাতির দাঁতের সাদা বেনারসি শাড়িতে রূপার কাজ ছিল চোখে পড়ার মতো। কাঁধ থেকে মুড়ে রাখা সিঁথির লাল রঙ যেন তার ব্যক্তিগত জীবনের সুখ-শান্তির বার্তা দিলো—স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক এখন অটুট।

তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তার গলার ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবি এবং হীরের নেকলেস, যা মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন।

মনীশ জানিয়েছেন, ঐশ্বরিয়ার গহনায় রয়েছে ৫০০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি এবং ১৮ ক্যারেট সোনায় কাটানো হীরা। এছাড়াও তিনি পরেছিলেন রুবি এবং হীরার স্টেটমেন্ট আংটি, কানের দুল, রুবি চোকার নেকলেস, হীরার দুল ও নেকলেস এবং মাল্টিপল-স্ট্র্যান্ড রুবি নেকলেস।

মনিষের ইনস্টাগ্রাম পোস্টে ঐশ্বরিয়ার বেনারসি শাড়ির বিশেষত্বও তুলে ধরা হয়েছে। এতে ব্যবহৃত হাতির দাঁত, গোলাপী সোনা ও রূপার সূচিকর্ম ভারতের ঐতিহ্যবাহী তাঁতিদের দক্ষতার এক অপূর্ব নিদর্শন। বারাণসীর বিখ্যাত কাদোয়া ব্রোকেড তাঁত থেকে তৈরি এই শাড়ি সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য কাজের পরিচায়ক।

বিশ্বমঞ্চে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরতে এমন বেনারসি শাড়ি এবং গহনাগুলি পরা ঐশ্বরিয়ার লুক ছিল নিঃসন্দেহে নজরকাড়া।

কানে ঝলমল করছে ঐশ্বরিয়ার সেই গহনা—যা যেন তার সৌন্দর্যের এক অনন্য পরিপূরক।

 

রাজু

×