ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সমাজে নারীর প্রেম নিয়েই সমস্যা, পুরুষরা এসব চর্চার বাইরে: স্বস্তিকা

প্রকাশিত: ২০:৩০, ২২ এপ্রিল ২০২৫

সমাজে নারীর প্রেম নিয়েই সমস্যা, পুরুষরা এসব চর্চার বাইরে: স্বস্তিকা

ছবি: সংগৃহীত।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও খোলামেলা মন্তব্য করে আলোচনায় এলেন। ব্যক্তিজীবনের প্রেম নিয়ে তিনি বরাবরই নির্দ্বিধায় কথা বলেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সমাজে নারীদের প্রেম নিয়ে বিদ্যমান বৈষম্যের বিষয়টি তুলে ধরে বলেন, “সমস্যাটা প্রেম নয়, সমস্যাটা হচ্ছে— প্রেমটা একজন নারী করলে।”

স্বস্তিকা বলেন, “একজন পুরুষ যদি একাধিক সম্পর্কে জড়ায়, তখন সমাজ বলে, ‘ওয়াইল্ড লাইফ’, খুব দারুণ জীবন। আর একজন নারী প্রেম করলেই তার গায়ে 'বেশ্যা' তকমা দেওয়া হয়। ছয়টি প্রেম করলে নারীকে অপবাদ দেওয়া হয়, আর পুরুষ করলে বলা হয়, ‘ভাই, এলেম আছে!’ এমন দ্বিচারিতার মধ্যেই আমাদের বাস।”

কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি জীবনে ছয়টি সম্পর্কে জড়িয়েছেন। এ মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

তিনি বলেন, “জীবনটা আমার। আমি যদি ছয় হাজার মানুষকে ভালোবাসতে চাই, তাতেই বা সমস্যা কোথায়? আমি তো কাউকে হত্যা করছি না, জালিয়াতি করছি না, প্রতারণা করছি না। সমাজে প্রতিদিন ভয়ংকর সব অপরাধ ঘটছে, অথচ প্রেম নিয়ে সবার এত প্রশ্ন!”

তিনি আরও বলেন, “আমার ভেতরে অনেক ভালোবাসা আছে, যা বিলি করতে চাই— যেন লিফলেট ছড়িয়ে দিচ্ছি। আমি চাই জীবনটা ভালোবাসায় পূর্ণ হোক, তারপর মরতে পারি শান্তিতে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

সায়মা ইসলাম

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার