ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাকে এড়িয়ে যাওয়ার মধ্যে শান্তি পান মীর!

প্রকাশিত: ১৪:০৬, ১৪ এপ্রিল ২০২৪

কাকে এড়িয়ে যাওয়ার মধ্যে শান্তি পান মীর!

কৌতুক অভিনেতা, উপস্থাপক ও রেডিও জকি মীর

কৌতুক অভিনেতা, উপস্থাপক ও রেডিও জকি পরিচয়ের বাইরে বাংলাদেশের কাছে যিনি পরিচিত ‘মীরাক্কেল’-এর মীর নামেই। মীর বলেন, ‘ধর্ম মানেই মন্দিরে গিয়েই পূজা করতে হবে বা মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এমনটা আমি মানি না। আমি প্রকৃতির মাঝে গিয়েও মানসিকভাবে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে বসে যখন নামাজ পড়ি, সেই সময় মুখে কোরআন থেকে কী বলছি, তার চেয়ে বেশি জরুরি মনে হয় এত ভাইয়েরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিজদাহ করছেন, এই গোটা দৃশ্য দেখতে পাওয়া। এটা দেখতে আমার খুব ভালো লাগে। এটাই আমার অধ্যাত্মবাদ। অনেকে আমায় বলেন যে, আমাকে নাকি ‘মুসলমান-মুসলমান’ মনে হয় না।’

এমন প্রশ্নের জবাবে মীর আফসার আলী বলেন, ‘সে রকমভাবে আমি নামাজ পড়ি না। নিয়মিত মসজিদে যাই না। আমার মনে আছে একটা ঘটনা। আমাদের বাড়িতে ডোকরার দুর্গাপ্রতিমা আছে, সেটা কোনো কারণে ভিডিওর মাধ্যমে অনুরাগীদের নজরে আসে। ব্যস, ট্রোলিং শুরু। মুসলমানের বাড়িতে দুর্গাপ্রতিমা কেন থাকবে?’

মীর অবশ্য এসবে খুব একটা কান দেন না। তিনি বলেন, ‘মানুষ সব ক্ষেত্রেই কথা বলবে। এড়িয়ে যাওয়ার মধ্যেই শান্তি। এ সব দেখা এখন ছেড়ে দিয়েছি।’

শহিদ

×