ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তিতাস কাজীর এক গানে পাঁচ শিল্পী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৭:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩

তিতাস কাজীর এক গানে পাঁচ শিল্পী

কাজী তিতাস

কাজী তিতাসের কথা ও সুরে এক গানে কণ্ঠ দিয়েছেন পাঁচ শিল্পী। এক গানের পাঁচটি আলাদা ভার্সন প্রকাশ হবে বলে জানান তিনি। ‘তোমাকে পাবো বলে’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, ফিডব্যাক ব্যান্ডের রায়হান আল-হাসান, অবসকিউর ব্যান্ডের সাঈদ হাসান টিপু, পেন্টাগন ব্যান্ডের সুমন ও ফিডব্যাকের পুরনো সদস্য রোমেল খান। তিতাসের সঙ্গে গানটি যৌথভাবে লিখেছেন সঞ্জয় মুখার্জি। সংগীত আয়োজন করেছেন মীর মাসুম।  গানটি প্রসঙ্গে কাজী তিতাস বলেন, এটি আমার অন্য রকম একটি প্রজেক্ট। এক গানে পাঁচ শিল্পীর আলাদা ভার্সন আমাদের দেশে হয়নি। কাজটা আমার জন্য কঠিন ছিল, তবু সবার সহযোগিতায় শেষ করেছি।

এই গানে যুক্তরাষ্ট্র থেকে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও রোমেল খান। অন্য তিনজন বাংলাদেশ থেকে কণ্ঠ দেন। তিতাস কাজী ক্যামেরার  পেছনেও কাজ করছেন বলে জানান। সম্প্রতি তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দীর ‘জীবনানন্দ’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। প্রসঙ্গত,  তিতাস কাজী বিলেতে বসবাস করছেন। তবে প্রবাসে যাবার আগে থেকেই বাংলাদেশে সংগীত চর্চার সঙ্গে জড়িত ছিলেন তিনি। গাওয়ার পাশাপাশি গান রচনা ও সুর করে থাকেন তিনি। গানের সঙ্গে তার ভালোবাসাকে আরও এগিয়ে নিতে ২০১৪ সালে লন্ডনে শুরু করেন ‘ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি’ নামে একটি প্রডাকশন হাউস।

×