
বিয়েতে বাদক হয়ে আসছেন মারজুক রাসেল
জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বিয়েতে বাদক হয়ে আসছেন মারজুক রাসেল। কিন্তু বিপত্তি ঘটে সেই বিয়েবাড়িতে। একদিকে ভাবনার বিয়ে যায় অন্যদিকে বাদক দলকে আটক করা হয়। এর পর বিয়েবাড়ির গল্প অন্যদিকে মোড় নেয়। এমননি এক গল্পে নির্মাণ হয়েছে নাটক ‘বাদক’। এতে বাদক চরিত্রে অভিনয় করেছেন মারজুক। এছাড়াও দেখা যাবে কচি খন্দকার, সিয়াম নাসির ও মিলন ভট্টচার্যকে। ফেরারী ফরহাদের রচনায় এটি নির্মাণ করেছেন অ্যালিন টিটো। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় নাটকটি প্রকাশ পাবে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা অ্যালিন টিটু বলেন, বিয়েবাড়ির দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এখানে দর্শক মারজুক রাসেল ভাইকে বাদক চরিত্রে দেখবেন। বিয়েবাড়িতে কোনো কারণে পাত্রীর বিয়ে ভেঙে গেলে বাদক বা অন্যদের কি ধরনের সমস্যায় পড়তে হয় সেটি তুলে ধরেছি।