
অন্তর্জাল
দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও সিনেমাটি মুক্তি পাচ্ছে না। পূর্বের ঘোষণা অনুযায়ী সিনেমাটির মুক্তির তারিখ ছিল ৮ সেপ্টেম্বর। কিন্তু ৭ সেপ্টেম্বর বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা ‘জওয়ান’ মুক্তি পাবে।
আরও পড়ুন :রেলওয়েতে শূন্য পদ ২০ হাজার
রবিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির নতুন তারিখ জানান সংশ্লিষ্টরা। এদিকে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। অনেকে ধারণা করছেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।
সাংবাদিক সম্মেলনে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে। কারণ শতভাগ সন্তুষ্ট নিয়ে অন্তর্জাল দর্শকের কাছে দিচ্ছি। আমার বিশ্বাস দর্শকেরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।’
বাংলাদেশেও সিনেমাটি একই দিনে মুক্তি পেতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে শাহরুখের সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমাটির। নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২২ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।
এস