
অপু বিশ্বাস।
পাইরেসি ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। আর এসব বিষয়ে অভিযোগ নিয়ে রবিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কার্যালয়ে যান তিনি।
ডিবি কার্যালয় থেকে বের সাংবাদিকদের মুখোমুখী হন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘লাল শাড়ি’ ছবিটি আমার অনেক কষ্টের। এ ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে ডিবি কার্যালয়ে এসেছি। পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। সাইবার বুলিংটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটা কারো কাম্য নয়। কারণ বেলাশেষে আমরা সবাই পরিবারে বসবাস করি।
বিউটি কুইন খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘লাল-শাড়ি’ একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুরঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। এরপর চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। পরবর্তীতে গোয়েন্দারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে। আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন।
এদিকে, ডিবি কার্যালয়ে আজ অপুর সঙ্গে দুপুরের খাবার খান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে গোপনে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় জান জনপ্রিয় চিত্রনায়িকার অপু বিশ্বাস। থানায় প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান তিনি।
এম হাসান