ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জায়েদ খানের সদস্যপদ স্থগিত হচ্ছে!

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ১ এপ্রিল ২০২৩

জায়েদ খানের সদস্যপদ স্থগিত হচ্ছে!

জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। যদিও এখন পর্যন্ত নিপুণের দখলে রয়েছে এই চেয়ার। সমিতির সাধারণ সম্পাদক পদের চেয়ার হারানোর পর অনেকের ধারণা ছিল সদস্য পদটাও হয়তো হারাবেন জায়েদ খান। শোনা যাচ্ছে কাঞ্চন-নিপুণ পরিষদ দায়িত্ব নেওয়ার এক বছর পর এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আজ রবিবার সমিতির জরুরি সভা ডেকেছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। যে মিটিংয়ের মূল আলোচনার বিষয় জায়েদ খানের সদস্য পদ।
একটি সূত্রের বরাতে জানা গেছে, রবিবার সমিতির জরুরি সভা থেকে জায়েদ খানের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত আসছে! যদিও এ নিয়ে আগাম কোনো মন্তব্য করছেন না সমিটির কোনো সদস্য। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছেন তারা। তবে চিত্রনায়ক রুবেল ও অভিনেত্রী সূচরিতার মতো তারকাদেরও সদস্যপদ স্থগিতের চিঠি  দেওয়া হয়েছে।
এ বিষয়ে জায়েদ খান বলেন, তারা শুরু থেকেই আমার সঙ্গে অন্যায় করে আসছে। তারা নায়ক রুবেল ভাই ও সূচরিতা ম্যাডামের মতো বড় তারকাদেরও সদস্যপদ স্থগিতের চিঠি দিয়েছে। কতটা অসম্মান এটা ভাবুন। আরেকটি বিষয়, এখনো সাধারণ সম্পাদক পদ নিয়ে চূড়ান্ত রায় হয়নি, সেই জায়গায় নিপুণ আক্তার কিভাবে চিঠি পাঠায়? 
জায়েদ খান আরও বলেন, মাঝে আমি মুম্বাই গিয়েছিলাম  মোটামুটি সবাই জানে। ওই সময় আমার বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে, যাতে আমি এর উত্তর দিতে না পারি। বিষয়টি পরিকল্পনা করেই করেছে। 
একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। তার আরেক উদাহরণ কমিটির সহ-সভাপতি ডিপজল ভাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এমন সময় তারা সমিতির জরুরি সভা ডেকেছে। এগুলো ষড়যন্ত্র ও নোংরামি ছাড়া কিছুই নয়।

×