
জিয়াউল হক পলাশ
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটি গল্পের কারণেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে।এটি পরিচালনা করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। কিছুদিন আগেই এর চতুর্থ সিজন শেষ হয়েছে।
ব্যাচেলর পয়েন্ট নাটকটি প্রথম তিন সিজনের থেকে চতুর্থ সিজনে আলোচনায় এসেছে বেশি। যদিও এই সিজনের কয়েকটি পর্ব নিয়ে আপত্তি এসেছিল সোশ্যালে। তবে সব বিতর্ক ছাপিয়ে নাটকটি প্রচারের সঙ্গে জনপ্রিয়তাও অর্জন করতে থাকে।
নাটকটির চতুর্থ সিজন শেষ হওয়ার পর অনেক দর্শকরা প্রশ্ন তুলেন—পঞ্চম সিজন শুরু হবে কবে? কী পর্যন্ত ব্যাচেলর পয়েন্টের পরবর্তী সিজন আসবে? এমন নানা প্রশ্ন সোশ্যালেও দেখা যায়।
সম্প্রতি এ ব্যাপারে নাটকের জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ বলেন, ‘সিজন ফোর তো আমরা সফলভাবে শেষ করেছি। এখন সিজন ফাইভ, নির্মাতা অমি যদি সিদ্ধান্ত নেন বা চিন্তা করেন তাহলে সম্ভব। তাছাড়া ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ সম্ভব না।’
এমএস