
শিমুল মুস্তাফা
ইতিহাসের জঘন্যতম দিন আগামীকাল সোমবার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নৃশংস হত্যাকান্ড ঘটে। স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এ দিন গোটা বাঙালী জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য।
জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে রঙন মিউজিক তার অফিসিয়াল ফেসবুক পেজ রঙন মিউজিকে আজ রবিবার প্রকাশ হয়েছে কবি জামাল হোসেনের দীর্ঘ কবিতা ‘আমি সেই রাত’। কবিতাটি আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা।
এর ভিডিও চিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। কবি জামাল হোসেন বলেন, আমার এ কবিতায় ভয়াবহ সেদিনের কথা তুলে ধরেছি। পৃথিবীর ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আর নেই। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা প্রয়োজন। আমার কবিতায় আমি সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শিমুল মুস্তাফা বলেন, এমন একটি কালো দিন বছর শেষে আমাদের কাছে আসে। সত্যি এটি আমাদের জন্য এটি অনেক বেশি বেদনাদায়ক। কবি তার কবিতায় সেই নৃশংস হত্যাকান্ড তুলে ধরেছেন।