
অনলাইন রিপোর্টার ॥ জনপ্রিয় অভিনেতা অপূর্ব আবারও বিয়ে করছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে তার বিয়ে। পাত্রীর আমেরিকা প্রবাসী । তার নাম শাম্মী দেওয়ান।
অপূর্বর তৃতীয় বিয়ের খবরে দ্বিতীয় স্ত্রী অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’
যদিও অদিতি কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই, স্ট্যাটাসটি প্রাক্তন স্বামী অপূর্বকে নিয়েই লিখেছেন। মন্তব্যের ঘরে অদিতির অনুসারীরা অপূর্বর নাম উল্লেখ করে নানা সমালোচনা করছেন।
অনেকের মতে, শাম্মীর সঙ্গে প্রেমের কারণেই অদিতির সঙ্গে বিচ্ছেদ করেছেন অপূর্ব। কেউ কেউ অদিতিকে ধন্যবাদও জানিয়েছেন, এ বিষয়ে মুখ খোলার জন্য।