ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কানে দ্যুতি ছড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ১৭ মে ২০২৫

কানে দ্যুতি ছড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি

মঙ্গলবার থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। আর সেখানেই দীর্ঘ ১৪ বছর পর প্রত্যাবর্তন ঘটল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। হাঁটলেন লাল গালিচায়, চমকে দিলেন সবাইকে। শুক্রবার নির্মাতা আরি অ্যাস্টার পরিচালিত ওয়েস্টার্ন ভৌতিক সিনেমা ‘এডিংটন’র প্রিমিয়ার উপলক্ষে উপস্থিত হয়েছিলেন এই হলিউড নায়িকা। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’।

প্রিমিয়ারে এর প্রধান অভিনয়শিল্পী পেড্রো প্যাসক্যাল, হোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার ও এমা স্টোনের সঙ্গে সম্মানজনক শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাজির হয়েছিলেন জোলি, সঙ্গে নজরকাড়া শুভ্র পোশাকে দ্যুতি ছড়ান। এদিন অভিনেত্রী হাজির হয়েছিলেন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অব-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত।

শপার্ডের হীরার গয়না তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। তবে অ্যাঞ্জেলিনা জোলির এই প্রত্যাবর্তন শুধু গ্ল্যামারেই নয়, ইতিহাসেও অনন্য। ২০০৮ সালে শেষবারের মতো এই লাল গালিচায় হেঁটেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, তাও ছিলেন তার যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। 
তখন তার পাশে ছিলেন ব্র্যাড পিট, আর পরেছিলেন তিনি ফরাসি ব্র্যান্ড জেরার দারে-র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন।

×