ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

জাবিতে বাদ দেয়া হলো ‘বঙ্গবন্ধু’!

প্রকাশিত: ০৩:৫০, ১২ নভেম্বর ২০২৪

জাবিতে বাদ দেয়া হলো ‘বঙ্গবন্ধু’!

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে ‘বঙ্গবন্ধু’ নাম বাদ দেওয়া হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি রহমান জানান, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এর আগে, ১০ নভেম্বর বিকেলে নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ইন্সটিটিউটের নাম পরিবর্তনে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ৫০তম ব্যাচের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়াশোনা হয়। তবে কোনো ব্যক্তির নামে নয়। বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তির নাম যুক্ত করা হয়েছিল। আমাদের যৌক্তিক দাবি মেনে প্রশাসন নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যা আমরা সাধুবাদ জানাই।

গত ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা মানববন্ধন করে নাম পরিবর্তনসহ তিনটি দাবি উত্থাপন করেছিলেন। ২০১৮ সাল থেকে (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

এম হাসান

×