ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

মে মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি

প্রকাশিত: ২১:১৯, ১৪ মার্চ ২০২৩

মে মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি

পরীক্ষার্থী। ফাইল ছবি।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

মঙ্গলবার (১৪ মার্চ) পিএসসি কর্মকর্তাদের সভায় পরীক্ষার তারিখ নিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। 

জানা যায়, বৈঠকে আগামী মে মাসে ৪৫তম বিসিএসের প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি তারিখও চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত করা তারিখ নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা করা হবে। পরে আনুষ্ঠানিকভাবে তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে পিএসসির সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে নেওয়া যায় তার একটি প্রাথমিক তারিখ চূড়ান্ত করা হয়েছে। যে তারিখ নির্ধারণ হয়েছে সেটি নিয়ে আরও পর্যালোচনা করা হবে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসে আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার প্রার্থী। 

এমএইচ

monarchmart
monarchmart