ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান, অধ্যায় : দ্বাদশ (পৃথিবীর উৎপত্তি ও গঠন)

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

শ্যামল কুমার দত্ত

প্রকাশিত: ০১:১৭, ১৭ নভেম্বর ২০২২

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

-

সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা

ক) সঠিক উত্তরটি জেনে নেই :
১। পলিথিন তৈরি হয় কী থেকে?
ক) প্রাকৃতিক গ্যাস    খ) চুনাপাথর
গ) কয়লা    ঘ) পেট্রোলিয়াম
উত্তর : ঘ) পেট্রোলিয়াম
২। মাটির কোন স্তরে শুধুমাত্র হিউমাস বেশি থাকে?
ক) ১ম স্তরে    খ) ২য় স্তরে
গ) ৩য় স্তরে    ঘ) ৪র্থ স্তরে
উত্তর : ক) ১ম স্তরে
৩। কোনটি অজৈব পদার্থ?
ক) ক্যালসিয়াম কার্বনেট    খ) স্পিরিট
গ) এসিটোন    ঘ) অ্যাসেটিক এসিড
উত্তর : ক) ক্যালসিয়াম কার্বনেট
৪। পৃথিবীর বয়স কত বিলিয়ন বছর?
ক) দশ বিলিয়ন    খ) সাড়ে পাঁচ বিলিয়ন
গ) সাড়ে চার বিলিয়ন    ঘ) এক বিলিয়ন
উত্তর : গ) সাড়ে চার বিলিয়ন
৫। জীবাশ্ম জ্বালানি বলতে কোনগুলো বোঝায়?
ক) গ্যাস, কাঠ    খ) কাঠ, কয়লা
গ) কয়লা ও খনিজ তেল    ঘ) কার্বন ও কয়লা
উত্তর : গ) কয়লা ও  খনিজ তেল
৬। নিচের কোনটি জৈব পদার্থ?
ক) পানি    খ) মিথেন
গ) ক্লোরিন    ঘ) নাইট্্েরাজেন
উত্তর : খ) মিথেন
৭। ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পর্যন্ত বায়ুম-লকে কী বলে?
ক) ট্রপোস্ফিয়ার    খ) ওজোন ম-ল
গ) স্ট্র্যাটোস্ফিয়ার    ঘ) ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর : ক) ট্রপোস্ফিয়ার
৮। কোন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময়  প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়?
ক) নাইট্রোজেন    খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) অক্সিজেন    ঘ) হাইড্রোজেন
উত্তর : ঘ) হাইড্রোজেন
৯। চাঁদ কত দিনে পৃথিবীকে একবার ঘুরে আসে?
ক) ২৭ দিন ৭ ঘণ্টা    খ) ২৮ দিন ৮ ঘণ্টা
গ) ২৭ দিন ৮  ঘণ্টা    ঘ) ২৬ দিন ৬ ঘণ্টা
উত্তর : গ) ২৭ দিন ৮ ঘণ্টা
১০। কোনটি থেকে সিমেন্ট তৈরি হয়?
ক) বালু    খ) পাথর
গ) চুনাপাথর    ঘ) চীনামাটি
উত্তর : গ) চুনাপাথর
১১। কোনটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ?
ক) ক্যালসিয়াম কার্বনেট    খ) হিউমাস
গ) পানি    ঘ) ভূ-ত্বক
উত্তর : ঘ) ভূ-ত্বক
১২।পৃথিবীর ভিতরের অংশ কীরূপ পদার্থ মিলিত হয়ে তৈরি হয়েছে?
ক) বায়বীয়    খ) কিছুটা ভারী
গ) সবচেয়ে ভারী    ঘ) গলিত
উত্তর : গ) সবচেয়ে ভারী
১৩। নক্ষত্রগুলো আসলে কী?
ক) বাষ্পপি-    খ) গ্যাসপি-
গ) অগ্নিকু-    ঘ) মেঘমালা
উত্তর : খ) গ্যাসপি-
১৪। কেন্দ্রম-লের ব্যাসার্ধ কত?
ক) প্রায় ৩,২০০ কি.মি.    খ) প্রায় ৩০০০ কি.মি.
গ) প্রায় ৩,৫০০ কি.মি.    ঘ) প্রায় ৪,০০০ কি.মি.
উত্তর : গ) প্রায় ৩,৫০০ কি.মি.
১৫। বাংলাদেশের কোথায় চুনাপাথর পাওয়া যায়?
ক) ঢাকায়    খ) সিলেটে
গ) বরিশালে    ঘ) খুলনায়
উত্তর : খ) সিলেটে
১৬। পৃথিবী চাঁদ অপেক্ষা কত গুণ বড়?
ক) ৩০    খ) ৪০
গ) ৫০    ঘ) ৬০
উত্তর : গ) ৫০
১৭। সন্ধ্যায় সন্ধা তারা কোন আকাশে দেখা যায়?
ক) পূর্ব    খ) দক্ষিণ
গ) পশ্চিম    ঘ) উত্তর
উত্তর : গ) পশ্চিম
১৮। সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
ক) ১০ লক্ষ    খ) ১১ লক্ষ
গ) ১৩ লক্ষ    ঘ) ১২ লক্ষ
উত্তর : গ) ১৩ লক্ষ
১৯। ভূ-ত্বক গঠনকারী কঠিন পদার্থের সাধারণ নাম কী?
ক) খনিজ    খ) শিলা
গ) আকরিক    ঘ) মৃত্তিকা
উত্তর : খ) শিলা
২০। কোন গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে?
ক) অক্সিজেন     খ) ওজোন
গ) নাইট্রোজেন    ঘ) হাইড্রোজেন
উত্তর : খ) ওজোন
২১। চুনাপাথর থেকে কি তৈরি হয়?
ক) সিরামিক    খ) মেলামাইন
গ) সিমেন্ট    ঘ) হিউমাস
উত্তর : গ) সিমেন্ট
২২। শিলাম-ল পৃথিবীপৃষ্ঠ হতে কত কি.মি. পর্যন্ত বিস্তৃত?
ক) একশত    খ) দুইশত
গ) তিনশত    ঘ) চারশত
উত্তর : ক) একশত
২৩। ভূ-পৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ার কত কি.মি. পর্যন্ত বিস্তৃত?
ক) ১০০    খ) ৮০
গ) ৫০    ঘ) ৪০
উত্তর : গ) ৫০
২৪। পৃথিবী সৃষ্টির আদি অবস্থায় কেমন ছিল?
ক) অত্যন্ত উত্তপ্ত    খ) অত্যন্ত শীতল
গ) অত্যন্ত বড়    ঘ) কোনটিই নয়
উত্তর : ক) অত্যন্ত উত্তপ্ত
২৫। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে কি বেরিয়ে আসে?
ক) ম্যাট্রিক্স    খ) প্লাজমা
গ) লবণ    ঘ) ম্যাগমা
উত্তর : ঘ) ম্যাগমা
২৬। নিচের কোনটি অজীব উপাদান?
ক) অ্যামিবা    খ) পানি
গ) গোলাপ    ঘ) শামুক
উত্তর : খ) পানি
২৭। পৃথিবীর অভ্যন্তরীণ উত্তপ্ত স্তর হলোÑ
র) শিলাম-ল    রর) গুরুম-ল    ররর) কেন্দ্রম-ল
নিচের কোনটি সঠিক
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : গ) রর ও ররর
২৮। কেন্দ্রম-লে আছেÑ
র) লোহা       রর) নিকেল      ররর) সীসা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
২৯। হিউমাসের বৈশিষ্ট্য হলোÑ
র) পচা ও মৃত জীবদেহ
রর) হিউমাস কালো ও অনুজ্জ্বল
ররর) মাটির উপরের দিকে বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
ক) র     খ) র ও রর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর

×