
বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১। বাংলা ভাষার মৌলিক রূপের কয়টি রীতি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
উত্তর : ক) দুটি
২। বাংলা ভাষার কোন রীতি শুধু গদ্যে ব্যবহার হয়?
ক) কথ্য রীতি খ) চলিত রীতি
গ) সাধু রীতি ঘ) প্রমিত ভাষারীতি
উত্তর : গ) সাধু রীতি
৩। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী যে ভাষা রীতিতে মনোভাব ব্যক্ত করে তাকে বলে?
ক) গ্রামের ভাষা খ) এলাকার ভাষা
গ) মৌখিক ভাষা ঘ) আঞ্চলিক ভাষা রীতি
উত্তর : ঘ) আঞ্চলিক ভাষা রীতি
৪। ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কি বলে?
ক) সাধু রীতি খ) প্রমিত ভাষা রীতি
গ) চলিত রীতি ঘ) কথ্য রীতি
উত্তর : খ) প্রমিত ভাষা রীতি
৫। অঞ্চল ও কালভেদে কোন ভাষারীতি পরিবর্তন হয় না।
ক) চলিত রীতি খ) প্রমিত ভাষা রীতি
গ) আঞ্চলিক রীতি ঘ) সাধুরীতি
উত্তর : ঘ) সাধুরীতি
৬। কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়?
ক) সাধুরীতি খ) চলতি রীতি
গ) প্রমিত ভাষা রীতি ঘ) আঞ্চলিক রীতি
উত্তর : ক) সাধুরীতি
৭। সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা কোন্টি?
ক) চলিত খ) সাধু
গ) আঞ্চলিক ঘ) মিশ্র
উত্তর : ক) চলিত
৮। কোন্টি চলিত রীতির বৈশিষ্ট্য?
ক) গুরুগম্ভীর খ) অপরিবর্তনীয়
গ) তৎসম শব্দ বহুল ঘ) পরিবর্তনশীল
উত্তর : ঘ) পরিবর্তনশীল
৯। তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার বেশি কোন্ ভাষা রীতিতে?
ক) আঞ্চলিক রীতিতে খ) চলিত রীতিতে
গ) সাধু রীতিতে ঘ) উপভাষায়
উত্তর : গ) সাধু রীতিতে
১০। কোন্ ভাষা রীতির পদ বিন্যাস সুনির্দিষ্ট?
ক) উপ ভাষার খ) সাধু ভাষার
গ) চলিত ভাষার ঘ) প্রমিত ভাষা রীতির
উত্তর : খ) সাধু ভাষার
১১। আঞ্চলিক ভাষার অপর নাম কি?
ক) বিদেশী ভাষা খ) চলিত ভাষা
গ) উপ ভাষা ঘ) সাধু ভাষা
উত্তর : গ) উপ ভাষা