ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০২:০৬, ৩১ মার্চ ২০২২

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমনের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? ক) কম্পিউটার খ) ইন্টারনেট গ) মোবাইল ফোন ঘ) জিপিএস ২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেÑ র. বই পড়া যায় রর. ব্যাংকের লেনদেন করা যায় ররর. গেম খেলা যায় কোনটি সঠিক? ক) র খ) র, রর গ) রর, ররর ঘ) র, রর, ররর ৩। বর্তমানে কোন প্রযুক্তি আমাদের জীবনে প্রভাব ফেলছে? ক) তথ্য প্রযুক্তি খ) যোগাযোগ প্রযুক্তি গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ) জৈব প্রযুক্তি ৪। বর্তমানে তরুণদের মধ্যে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে? ক) রেডিও খ) টেলিভিশন গ) কম্পিউটার ঘ) মোবাইল ফোন ৫। জিপিএসকে কোনটি সংকেত পাঠায়? ক) চাঁদ খ) মঙ্গলগ্রহ গ) কৃত্রিম উপগ্রহ ঘ) বুধগ্রহ ৬। জিপিএস-এর পূর্ণাঙ্গ রূপ কি? ক) গ্লোর প্রসেসিং সিসেটম খ) গ্লোবাল পজিশনিং সিস্টেম গ) জেনারেল পজিশনিং সিস্টেম ঘ) জেনারেল পয়েন্টিং সিস্টেম ৭। কোন মহাকাশ কেন্দ্র হতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়? ক) কেনেডি খ) স্যালুট গ) স্কাইল্যাব ঘ) আইএসএস. ৮। ই-মেইল এর পূর্ণরূপ কোনটি? ক) ইলেকট্রিক্যাল মেইল খ ) ইলেকট্রন মেইল গ) ইলেকট্রনিক মেইল ঘ) ইলেকট্রিক মেইল ৯। উইকিপিডিয়ার ওয়েব ঠিকানা কোনটি? ক) িি.িরিশরঢ়বফরধ.বফঁ খ) িি.িরিশরঢ়বফরধ.ড়ৎম গ) িি.িরিশরঢ়বফরধ.ধফস ঘ) িি.িরিশরঢ়বফরধ.পড়স ১০। আমরা ঘরে বসেই খাবার অর্ডার দিতে পারিÑ র) ইন্টারনেট ব্যবহার করে রর) মোবাইল ব্যবহার করে ররর) সংবাদপত্র ব্যবহার করে কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১। প্রিন্টারে কালি হিসেবে কী ব্যবহৃত হয়? ক) ড্রাম খ) টোনার গ) রিবন ঘ) লেড ১২। ইলেকট্রনিক ভোটিং মেশিনে কিভাবে ভোট দিতে হয়? ক) নাম টাইপ করে খ) বোতাম চেপে গ) রিং বাজিয়ে ঘ) কথা বলে। ১৩। অফিসে সশরীরে উপস্থিত না থেকেও অফিসের কাজ করা যায়। এ ধরণের অফিসকে কী বলে? ক) কর্পোরেট অফিস খ) শাখা অফিস গ) হেড অফিস ঘ) ভার্চুয়াল অফিস। ১৪। বড় জাহাজ বানাতে বিশাল বিশাল ধাতব টুকরাগুলো নির্দিষ্ট আকারে কেটে কী করতে হয়? ক) ওয়েল্ডিং খ) ওয়াশিং গ) প্রোগ্রামিং ঘ) প্রসেসিং ১৫। একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন, সারাদেশের অসংখ্য ছাত্র-ছাত্রী তাঁর কাছে শিখবেÑ এ ব্যবস্থাকে কী বলা হচ্ছে? ক) ভার্চুয়াল অফিস খ) ভার্চুয়াল স্কুল গ) ই-ক্লাসরুম গ) ই-অফিস ১৬। বর্তমান অফিস ব্যবস্থাপনা কোনটি ছাড়া কল্পনা করা যায় না? ক) টাইপ রাইটার খ) তথ্য প্রযুক্তি গ) ফটোকপি মেশিন ঘ) রোবট ১৭। অফিস ব্যবস্থাপনায় আজকাল সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কোনটি? ক) টেলিভিশন খ) রেডিও গ) মোবাইল ঘ) কম্পিউটার ১৮। সামাজিক কর্মকা- সহজ করে দিয়েছে কোন ধরণের ওয়েবসাইট? ক) সফ্্টওয়্যারের ওয়েবসাইট খ) সংবাদপত্রের ওয়েবসাইট গ) বিজ্ঞাপনের ওয়েবসাইট ঘ) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ১৯। নিচের কোনটির সাহায্যে ইলেকট্রনিক চিঠিপত্রের আদান প্রদান করা যায়? ক) ই-বুক খ) ই-গেম গ) ই- মেইল ঘ) ই-পোস্ট ২০। ‘ঝগঝ’ এর পূর্ণরূপ কোনটি? ক) ঝযড়ৎঃ গবংংধমব ঝুংঃবস খ) ঝযড়ৎঃ গঁষঃরসঢ়ফরধ ঝবৎারপব গ) ঝযড়ৎঃ গবংংধমব ঝধৎাধৎ ঘ) ঝযড়ৎঃ গবংংধমব ঝবৎারপব উত্তর : ১। ঘ ২। ঘ ৩। গ ৪। ঘ ৫। গ ৬। খ ৭। ক ৮। গ ৯। খ ১০। ক ১১। খ ১২। খ ১৩। ঘ ১৪। ক ১৫। গ ১৬। খ ১৭। ঘ ১৮। ঘ ১৯। গ ২০। ঘ। রচনামূলক প্রশ্নোত্তর ১। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে লেখো। উ : বাংলাদেশের প্রথম জিও-স্টেশনারী স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এটি পৃথিবী হতে ৩৬০০০ কিলোমিটার উপরে অবস্থান করছে। ২০১৮ খ্রীস্টাব্দের ১২ ই মে যুক্তরাষ্ট্রের কেনেডী মহাকাশ কেন্দ্র হতে এটি উৎক্ষেপন করা হয়। ফলে স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর ৫৭তম দেশ হিসেবে এ গৌরব অর্জন করে। ২। জিপিএস বলিতে কি বুঝ? উত্তর : জিপিএস-এর পূর্ণনাম হচ্ছে এষড়নধষ চড়ংরঃরড়হম ঝুংঃবস. পৃথিবীর যে কোন অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম জিপিএস। নব্য প্রযুক্তিতে তৈরী সকল গাড়িতে জিপিএস লাগানো থাকে। ফলে কেউ যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে জিপিএস এ নির্দিষ্ট জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলেই সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবে। জিপিএস এই কাজটি করে কৃত্রিম উপগ্রহের সাহায্যে। উপগ্রহগুলো পৃথিবীতে সংকেত পাঠায়। জিপিএস সেই সংকেত কাজে লাগিয়ে গন্তব্যস্থান বা লোকেশন বের করে।
×