
সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
ক) শূন্যস্থান পূরণ কর:
১) অনবায়নযোগ্য সম্পদ একবার -- হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়।
২) রি-সাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ-- করতে পারি।
৩) শক্তি উৎপাদনের জন্য আমরা -- সম্পদের উপর নির্ভরশীল।
৪) জনসংখ্যা -- সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে।
৫) মানব সৃষ্ট সকল বস্তুই -- সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়
৬) মানুষের তৈরি সম্পদই হলো -- সম্পদ।
৭) মানবসৃষ্ট সম্পদ আসে -- থেকে।
৮) তেল, গ্যাস, কয়লা ইত্যাদি -- সম্পদ
৯) -- সম্পদ বারবার ব্যবহার করা যায়।
১০) সূর্যের -- অফুরন্ত শক্তির উৎস
১১) সম্পদ দুই প্রকার; প্রাকৃতিক সম্পদ ও -- সম্পদ।
১২) মানুষ -- সম্পদ তৈরি করতে পারে না।
১৩) আমরা খাদ্য, বস্ত্র, বাসস্তান ও শক্তি পাই -- সম্পদ থেকে।
১৪)্ সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য -- প্রযুক্তি ব্যবহার হয়।
১৫) সম্পদ হলো এমন কিছু, যা মানুষ ব্যবহার করে -- হয়।
১৬) সূর্যের আলো, মাটি, পানি হলো -- সম্পদ।
১৭) কাগজ, প্লাস্টিক, কাচ হলো -- সম্পদ।
১৮) বায়ুপ্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে -- উৎপাদন করে।
১৯) নবায়নযোগ্য সম্পদকে -- সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
২০) শক্তির আরেকটি বিকল্প উৎস --।
২১) গাছ থেকে পাওয়া-- দিয়ে বাড়িঘর তৈরি হয়।
২২) কাচ তৈরির প্রধান উপাদান --।
২৩) অনবায়নযোগ্য সম্পদের মধ্যে আমাদের দেশে দ্রুত ফুরিয়ে যাচ্ছে -- গ্যাস।
২৪) সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে --শক্তি পাই।
উত্তর: ১) নিঃশেষ ২) সংরক্ষণ ৩) প্রাকৃতিক ৪) বৃদ্ধির ৫) প্রাকৃতিক ৬) মানবসৃষ্ট ৭) প্রকৃতি ৮) অনবায়নযোগ্য ৯) নবায়নযোগ্য ১০) আলো ১১) মানবসৃষ্ট ১২) প্রাকৃতিক ১৩) প্রাকৃতিক ১৪) সৌর প্যানেল ১৫) উপকৃত ১৬) প্রাকৃতিক ১৭) মানবসৃষ্ট ১৮) বিদ্যুত ১৯) অনবায়নযোগ্য ২০) বায়ুপ্রবাহ ২১) কাঠ ২২) বালি ২৩) প্রাকৃতিক ২৪) বিদ্যুত
খ) বাম ও ডান মিল করি:
(র)
উত্তর: ক + ২, খ + ৪, গ + ১, ঘ + ৩, ঙ + ৫
গ) ছোট প্রশ্নগুলোর উত্তর জেনে নেই:
১) মানবসৃষ্ট বস্তুগুলো তৈরিতে কী ব্যবহার করা হয়?
উত্তর: মানবসৃষ্ট বস্তুগুলো তৈরিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয়।
২) তেল, গ্যাস ও কয়লার যথাযথ ব্যবহারের একটি কারণ লেখ।
উত্তর: তেল, গ্যাস ও কয়লার যথাযথ ব্যবহারের একটি কারন হলো-প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
৩) প্রাকৃতিক সম্পদের ২টি ব্যবহার লেখ।
উত্তর: প্রাকৃতিক সম্পদের ২টি ব্যবহার হলো-
(র) প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শক্তি পাই।
(রর) সৌর প্যানেল ব্যবহার করে সূর্য থেকে বিদ্যুত শক্তি পাই।
৪) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ২টি উপায় লিখ।
উত্তর: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ২টি উপায় হলো-
(র) শক্তির ব্যবহার কমিয়ে ও
(রর) বস্তুর পুণঃব্যবহারের মাধ্যমে
৫) গ্যাসের বিকল্প হিসেবে কোনটি ব্যবহারের পরামর্শ দিতে পারি?
উত্তর: গ্যাসের বিকল্প হিসেবে সৌর শক্তি ব্যবহারের পরামর্শ দিতে পারি।
৬) সৌর প্যানেল কাকে বলে?
উত্তর: সূর্যের আলোকে বিদ্যুত শক্তিতে রূপান্তকারী যন্ত্রকে সৌর প্যানেল বলে।
৭) রিসাইকেল করা কী?
উত্তর: কোনো জিনিস একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করাকে রিসাইকেল বলে।
৮) কয়লাকে কেন অনবায়নযোগ্য বলা হয়?
উত্তর: কয়লাকে অনবায়নযোগ্য সম্পদ বলা হয় কারণ কয়লা একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়।
ঘ) রচনামূলক প্রশ্নগুলোর উত্তর জেনে নেই:
১) ২টি প্রাকৃতিক সম্পদের নাম লেখ। প্রাকৃতিক সম্পদের ৫টি ব্যবহার লেখ।
উত্তর: ২টি প্রাকৃতিক সম্পদের নাম হলো (র) সূর্যের আলো (রর) মাটি
প্রাকৃতিক সম্পদের ৪টি ব্যবহার নিম্নরূপ-
(র) নদীর পানি প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুত উৎপাদন করা হয়।
(রর) রান্নার কাজে ও শিল্প উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়।
(ররর) মোটরগাড়ি বা জাহাজের ইঞ্জিন চালাতে ও বাতি জ্বালাতে খনিজ তৈল ব্যবহার করা হয়।
(রা) বিদ্যুৎ উৎপাদনে ও উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো ব্যবহৃত হয়।
২) অনবায়নযোগ্য সম্পদ কী? অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ২টি পরামর্শ লেখ। অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহারের ২টি সুবিধা লেখ।
উত্তর: যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় এবং হাজার বছরেও ফিরে পাওয়া যায় না তাদেরকে অনবায়নযোগ্য সম্পদ বলে।
অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় দুটি পরামর্শ হলো-
(র) অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারে যতœবান হতে হবে। অর্থাৎ ব্যবহার সীমিত রাখতে হবে।
(রর) বিকল্প ব্যবহার হিসেবে সৌরশক্তি, বায়ুশক্তি ও পানি শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহারের ২টি সুবিধা হলো-
(র) সৌরশক্তি আহরণে অবকাঠামোগত খরচ ছাড়া অন্য কোনো খরচ লাগে না।
(রর) সৌরশক্তির ব্যবহার পরিবেশবান্ধব। অর্থাৎ কোন রকম পরিবেশ দূষণ ঘটায় না।
৩) নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদের মধ্যে ২টি পার্থক্য লেখ।
উত্তর: নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদের মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো-
নবায়নযোগ্য সম্পদঅনবায়নযোগ্য সম্পদ(র) নবায়নযোগ্য সম্পদের পরিমাণ প্রকৃতিতে অফুরন্ত।(র) অনবায়নযোগ্য সম্পদের পরিমাণ প্রকৃতিতে সীমিত। (রর) এ সম্পদ বারবার ব্যবহার করা যায়।(রর) এ সম্পদ একবার শেষ হলে আর ফিরে পাওয়া যাবে না