ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারের টানা পতনে সূচক ৫ বছরের মধ্যে সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০১:১৫, ২৭ মে ২০২৫

শেয়ারবাজারের টানা পতনে সূচক ৫ বছরের মধ্যে সর্বনিম্ন

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)

টানা পতনের কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক করোনা মহামারির সময়কালীন অবস্থায় ফিরে গেছে। এই পতনের মাধ্যমে গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে ডিএসইর সার্বিক সূচক। এই ভয়াবহ মন্দায় বিনিয়োগকারীদের মাকসুদের নেতৃত্বাধীন কমিশন সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান প্রথমবারের মতো বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আগামী  ২৯ মে।
অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় দেশের শেয়ারবাজার ছিল অস্থির। এরই ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭১৯ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১০ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ২৮২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৩৫ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ১০ লাখ টাকার বা ২০ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৮ টি বা ৩৭.৬৫ শতাংশের। আর দর কমেছে ১৬৮টি বা ৪২.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.৫৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২২৪ পয়েন্টে। আগের দিন সিএসইতে ৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমেছিল।

×