ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী জাপানের ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ২৬ মে ২০২৫

বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী জাপানের ব্যবসায়ীরা

ছবিঃ সংগৃহীত

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু আর উন্নয়ন অংশীদার জাপান। এ পর্যন্ত সবচেয়ে কম সুদে অর্থ ও ঋণ সহায়তা দিয়ে আসছে। 

মঙ্গলবার মধ্য রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে। এ সময় বিডা, ইকোনমিক জোন অথোরিটি, এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে দুইটি করে, এবং জ্বালানি বিভাগের সাথে একটি, মোট সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। পাশাপাশি দেশটির কাছ থেকে প্রয়োজনীয় বাজেট সহায়তাও চাইবে বাংলাদেশ। 

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, জাপানের সাথে সরাসরি ফ্লাইট চালু ও জনশক্তি রপ্তানিসহ অমীমাংসিত সব ইস্যুতে আলোচনা করবেন দুই দেশের শীর্ষ নেতা। তবে ঢাকা-টোকিও সামরিক সহায়তা নিয়ে এখনই বড় কোনো আলোচনা হচ্ছে না বলে জানান জাপানের রাষ্ট্রদূত। 

সূত্র: https://www.youtube.com/watch?v=pmYIaYz54UI

মুমু

×