শেয়ারবাজারে কারসাজির (শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন) অভিযোগে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এবাদুল করিমসহ আরও কয়েক ব্যক্তি এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫১.৩৪ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত বাংলাদেশ ফাইনান্স লিমিটেড (বিডি ফাইনান্স), ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশনকে ঘিরে শেয়ার কারসাজির এবং অনিয়মের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে আইন লঙ্ঘনের বিরুদ্ধে ৯৩৫তম সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এই সিদ্ধান্ত নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসি গত ২১ সেপ্টেম্বর ২০২১ থেকে ১৪ অক্টোবর ২১ অরিয়ন ফার্মার শেয়ার লেনদেনে কারসাজির জন্য আমিনুল ইসলামকে ৩.২০ কোটি জরিমানা করা হয়। একই কোম্পানির কারসাজির জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা। অরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজিতে মিসেস রাইসানা করিমকে ৬ কোটি জরিমানা করা হয়েছে। একই কোম্পানির শেয়ার কারসাজিতে নুরুন নাহার করিমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২১ জুন ২০২২ সাল থেকে ২২ অক্টোবর ২০২২ সাল পর্যন্ত মোহাম্মদ এবাদুল করিমকে ১৩.১৫ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। একই কোম্পানির শেয়ার কারসাজির জন্য বিকন ফার্মাসিকিটিক্যালস লিমিটেড এপিএফকে ১.৪৫ কোটি টাকার জরিমানা করা হয়েছে। এছাড়া ২১ জুন ২০২২ সাল থেকে ২২ অক্টোবর ২০২২ পর্যন্ত বিকন ফার্মাসিকিটিক্যালস লিমিটেড এপিএফকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই কোম্পানির শেয়ার কারসাজির জন্য বিকন ফার্মাসিকিটিক্যালসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২১ জুন ২০২২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিকন মেডিকেয়ারকে ৫.৫০ কোটি জরিমানা করা হয়েছে। একইভাবে কোম্পানিটির শেয়ার কারসাজিতে এমডি এখলাসুর রহমানকে ১৪.৮০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ফাইনান্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সামির সিকান্দারকে নয় কোটি টাকার জরিমানা করা হয়েছে। বিগত ২০২০ সালের ০৩ আগস্ট থেকে ২০ এপ্রিল ২০২১ এই কারসাজি সংঘটিত হয়। একইভাবে বিডি ফাইনান্সের শেয়ার কারসাজির কারণে মাহের সিকান্দারকে ১০ লাখ টাকার জরিমানা করা হয়। একই দায়ে আবু সাদাত মুহাম্মদ সায়েম, আব্দুল মবিন মোল্লা এবং তানজিব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি আব্দুল মবিন মোল্লাকে যথাক্রম ৪.৯০ কোটি, ০৯ লাখ এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য ক্রয় ঘোষণা সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২০২১ সালের ২১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিডি ফাইনান্সের শেয়ার লেনদেনে কারসাজির জন্য সামির সিকান্দার এবং মাহির সিকান্দারকে যথাক্রমে ২৩.২৫ কোটি এবং ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কোম্পানির শেয়ার কারসাজির জন্য আফ্রা চৌধুরীকে ৩৫ কোটির জরিমানা করা হয়েছে। এছাড়া আনিকা ফারহিনকে ৭.৫০ কোটি টাকার জরিমানা করা হয়েছে। একইভাবে আবু সাদাত এমডি সায়েমকে ১৭ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া ক্রয় ঘোষণা না করে শেয়ার ক্রয় করার বিধান লঙ্ঘন করায় আনোয়ার গ্যালভানাইজিংকে ৭.১০ কোটি জরিমানা করা হয়েছে।
অপূর্ব/ফুয়াদ