ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পুঁজিবাজারে বড় দরপতন

​​​​​​​অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:৫৭, ১ অক্টোবর ২০২৩

পুঁজিবাজারে বড় দরপতন

.

দিনভর অস্থিরতার মধ্য দিয়ে অক্টোবরের প্রথম কর্মদিবস রবিবার পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা, খাদ্য, বস্ত্র, ওষুধ প্রকৌশল খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। এদিন ডিএসইতে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১২০টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দাম কমার বিপরীতে বেড়েছে তিনগুণ কোম্পানির শেয়ারের দাম। আর তাতে দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ইস্যুতে দরপতন হয়েছে। মূলত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন করে আরও ভয়ানক ভিসা নীতি দিতে যাচ্ছে মার্কিন সরকার। এই ভয় আতঙ্কে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। ফলে দরপতন হয়েছে।

ডিএসইয়ের দেওয়া তথ্য মতে, রবিবার বাজারে লেনদেন হওয়া ৩০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ারের দাম। এতে ডিএসইএক্স সূচক আগেরদিনের চেয়ে দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ২৮৪ পয়েন্টে।

×