মো. কাউছ মিয়া।
সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে এবার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী মো. কাউছ মিয়া।
গত বছরও মুজিববর্ষের সেরা করদাতাও হয়েছিলেন কাউছ মিয়া। গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এই সম্মাননা দিয়েছিল।
১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউছ মিয়া। গুলশান-বনানী কিংবা মতিঝিলে শীতাতপনিয়ন্ত্রিত চেম্বার নেই কাউছ মিয়ার। পুরান ঢাকার আগা নওয়াব দেউড়ি রোডে হাকিমপুরী জর্দার কারখানার একটি কক্ষই তাঁর চেম্বার। ২০০৮ সাল থেকে তিনি ব্যবসায়ী শ্রেণিতে সর্বোচ্চ করদাতার একজন।
২০২১-২২ কর বছরের জন্য সিনিয়র সিটিজেন শ্রেণিতে কাউছ মিয়া ছাড়া আরও চারজন সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। তারা হলেন ঢাকার কর অঞ্চল-৮-এর করদাতা খাজা তাজমহল, কর অঞ্চল-৩–এর করদাতা সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান, বৃহৎ করদাতা ইউনিটের করদাতা এম সাহাবুদ্দিন আহমেদ ও কর অঞ্চল-৩-এর করদাতা প্রকৌশলী খন্দকার বদরুল হাসান।
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য ৫ জন সিনিয়র সিটিজেনসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর।
এমএইচ