ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা

প্রকাশিত: ০৩:৫৮, ৮ মে ২০১৭

দিনাজপুরে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা

অর্থনৈতিক রিপোর্টার॥ মাত্র ১৫ দিনের ব্যবধানে দিনাজপুরের বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এজন্য সরবরাহ সঙ্কটকে দায়ী করলেও বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের কারণেই বেড়েছে চালের দাম। তবে জেলা খাদ্য বিভাগ বলছে, চলতি বোরো মৌসুমের চাল উঠলেই বাজার স্থিতিশীল হবে। দেশের অন্যতম ধান উৎপাদনকারী অঞ্চল দিনাজপুরের বাজারে হঠাৎ করে বেড়ে গেছে চালের দাম। গত দুই সপ্তাহ আগে প্রতি কেজি বিআর-২৮ চাল ৩৭ টাকায় বিক্রি হলেও তা ৪৬ টাকায়; ৩৪ টাকার গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া ৪৩ টাকার মিনিকেট ৫২ টাকায় আর ৪৮ টাকার নাজির শাইল চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। চালের এ আকস্মিক দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ। এক ব্যক্তি বলেন, ‘যখন ধান বিক্রি করতে গেলাম চারশ’ টাকা মণ এখন চাল কিনতে হচ্ছে ৪০ টাকা দরে। সাম্প্রতিক বন্যায় হাওড়াঞ্চলের ফসলের ক্ষয়ক্ষতি এবং বাজারে চালের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন, পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা। তবে ফড়িয়া, মিলার ও মধ্যসত্বভোগীদের কারসাজিতেই হঠাৎ চালের দাম বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। শিক্ষক ও গবেষক ড. মাসুদুল হক বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। তারপরও এক শ্রেণীর লোকজন কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করছে।’ অবশ্য দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী বলছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন চাল বাজারে আসলেই দাম স্বাভাবিক হয়ে আসবে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!