
হেলাল আহমেদ চৌধুরী
ব্যাংক এশিয়া লিমিটেডের স্বতন্ত্র পরিচালক জনাব হেলাল আহমেদ চৌধুরী সম্প্রতি ব্যাংকের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সপ্রেস ইউএসএ আইএনসি-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চৌধুরী একজন সুপরিচিত ব্যাংকার যার প্রায় সাড়ে চার দশকের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি সুপারিওর সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৭৭ সালে পূবালী ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (২০০৬-২০১৪) পদে উন্নীত হন যা তার পেশাগত জীবনের একটি অন্যতম রেকর্ড।
তিনি তার চাকরিকালীন সময়ে মধ্যপ্রাচ্য, সুদূরপ্রাচ্য, পশ্চিম ও পূর্বপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের সফলভাবে উদ্বুদ্ধ করে বৈদেশিক রেমিটেন্স প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদেশী এক্সচেঞ্জ হাউসের সঙ্গে ব্যাপক যোগাযোগের প্রেক্ষিতে তাদের মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আনয়ন করতে সক্ষম হন। তিনি এফবিসিসিআই-এর বিভিন্ন বাণিজ্য প্রতিনিধি দলে যোগ দেন।-বিজ্ঞপ্তি