ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

জেলেদের প্রতীক্ষা

কামরুজ্জামান বাচ্চু, বাউফল

প্রকাশিত: ২২:৫৫, ৯ আগস্ট ২০২৪

জেলেদের প্রতীক্ষা

.

তখন আকাশে চলছে রোদ আর মেঘের খেলাকখনো সূর্য উঁকি দিচ্ছে, আবার বিশাল মেঘের ভেলায় সূর্য মুখ লুকাচ্ছেএভাবে অনেকক্ষণ চলার পরে ঝুমঝুম করে বৃষ্টি নামলঅপরূপ হয়ে উঠল তেঁতুলিয়া নদীবৃষ্টির ফোঁটায় ফোঁটায় নদীর পানিতে ডেউ তুলছেএর মধ্যে মিলন গাজী (৪২) ও হাসান (৩৬) গাজী নামের দুই জেলে জাল টেনে নৌকায় তুলছেনপুরো জাল তুলতে তাদের ১৫-২০ মিনিট সময় লেগে যায়কিন্তু যে আশায় তারা নদীতে জাল ফেলেছিলেন সেই আশা আর পূরণ হয়নি

তাদের জালে শিকার হয়নি একটিও ইলিশ মাছইলিশ শিকারের আশায় তারা তেঁতুলিয়া নদীর নিমদি পয়েন্টে জাল ফেলেছিলেনদিনের প্রথম জোয়ারে তারা জাল ফেলেন আর প্রথম ভাটায় তারা জাল তুলেনমধ্যে ৬-৭ ঘণ্টা অপেক্ষার পর জাল তুলে ইলিশ মেলেনিমিলন ও হাসান গাজির বাড়ি তেঁতুলিয়া নদীর তীরবর্তী গ্রামেমাছ ধরে জীবিকা নির্বহ করেন তারাএকসময় বর্ষা মৌসুমে তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পরলেও গত ৫-৬ বছরে আশানুরূপ তাদের জালে ইলিশ ধরা পরছে না

জেলে হাসান গাজী জানান, তেঁতুলিয়া নদী যৌবন হারানোর কারণে ইলিশের বিচরণ কমে গেছেনদীর বিভিন্ন পয়েন্টে চর জাগায় ইলিশের গতিপথ পরিবর্তন হয়েছেতার ভাষ্যমতে এক সময়ে এ নদীতে ৫ হাজারের অধিক জেলে মাছ শিকার করতএখন অধিকাংশ জেলে এ পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছেনআর যারা এখন এ পেশায় আছেন তাদের দিনকাল ভালো যাচ্ছে নামহাজনদের কাছ থেকে টাকা এনে জাল ও নৌকা ক্রয় করেছেনমাছ বিক্রি করে সেই টাকা শোধ করতে হয় তাদেরআশানুরূপ ইলিশ শিকার করতে না পারায় তাদের কপালে দুশ্চিন্তার ভাজ পরেছেশ্রাবণের রোদ, আর মেঘের লুকোচুরি মতো তাদের জীবনেও চলে লুকোচুরির খেলা

ধুলিয়া গ্রামে মাহাবুব সিকাদার নামের এক জেলে জানান, তেঁতুলিয়া নদীতে যে পরিমাণ ইলিশ শিকার করা হয় তার প্রায় সবটাই আড়তদারের মাধ্যমে ঢাকায় চলে যায়তেঁতুলিয়া নদী মিঠা পানির নদী হওয়ায় ইলিশের স্বাদ অন্য সব নদী বা সাগরে শিকার করার ইলিশের স্বাদের চেয়ে ভিন্নতাই এ নদীর ইলিশের ঢাকায় কদর বেশিযখন প্রচুর পরিমাণ ইলিশ শিকার করা হতো তখন ঢাকার বাইরে বরিশাল, ফরিদপুর ও মুন্সীগঞ্জে মাছ পাঠানো হতোএখন আগের মতো ইলিশ মাছ ধরা না পরায় ওইসব এলাকায় মাছ পাঠানো হয় না

মমিনপুর গ্রামের আবদুল করিম নামের এক জেলে জানান, তেঁতুলিয়া নদী থেকে শিকার করা এক কেজি ওজনের একটি ইলিশ ১৬শথেকে ১৮শটাকায় আড়তে বিক্রি হয়৫শথেকে ৭শবা ৮শগ্রামের ওজনের মাছ ১২শথেকে ১৪শটাকায় বিক্রি হয়বাজার থেকে আরও বেশি দামে কিনতে হয়

বাউফলে পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী ও সেভ দ্য বার্ড অ্যান্ড বির পরিচালক এম এ বশার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অবৈধ বাধা জাল, কারেন্ট জাল, বেহুন্দি জালে ইলিশের পোনা নিধনসহ তেঁতুলিয়া নদীতে অসংখ্য চর জেগে ওঠায় প্রজননকালীন সময় সাগর থেকে মা ইলিশ তেঁতুলিয়া নদীতে আসতে পারে নাএর ফলে ইলিশের উপাদন কমে গেছে

তেঁতুলিয়া নদীতে ইলিশের উপাদন কমে যাওয়ার কারণ জানালেন বাউফল উপজেলা সিনিয়ার মস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদারতিনি বলেন, জেলেদের অসচেতনতা, জলবায়ু পরিবর্তন ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন মোহনায় চর পরে ভরাট হয়ে যাওয়ায় গতি পরিবর্তনের কারণে ইলিশের উপাদন কমে গেছেআর তেঁতুলিয়া নদীতে ইলিশের উপাদন বৃদ্ধি করতে হলে প্রজননকালীন সময় মা ইলিশ শিকারে অবৈধ জালের ব্যবহার বন্ধ ও ড্রেজারের দিয়ে ভরাটকৃত মোহনা খনন করা হলে অবাদে ইলিশ বিচরণ করবেআর তাতেই ইলিশ উপাদন বৃদ্ধি পাবে

 

×