ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রোগীর স্বস্তি কোথায়

প্রকাশিত: ১১:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

রোগীর স্বস্তি কোথায়

মানব জীবন চলমান তরী। জীবন চলার পথে যেমন ভাঙ্গাগড়া আছে তেমনি আছে রোগ ব্যাধি। যত রোগ তত শোক। রোগ আছে বলে চিকিৎসাও আছে। দুর্ভাগ্য হলেও সত্য, চিকিৎসা থাকলে হবে কি? সব চিকিৎসা ব্যয় সবার পক্ষে বহন করা মহা দায়। এ এক মহামারী এলাহী কারবারই বটে। আমাদের দেশে রোগ হলে রোগী যতটা অসহায়ত্ব নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয় ডাক্তার তার সেবার সিকিভাগও রোগীর মূল্যায়ন করে না। কর্মই ধর্ম, ধর্মই সেবা। ডাক্তারের কর্ম হলো রোগীর সেবা করা। কিন্তু আজকাল কি দেখছি আর বাস্তবে হচ্ছে কি? সেবার নামে যেন নির্যাতনের খড়্গ নামে রোগীর শরীরে। ডাক্তারের মানবিক সেবার পরশে রোগী অনেক সুস্থ হয়ে উঠতে পারে। বলা বাহুল্য, সেবার স্থলে ডাক্তারের অমানবিক আচরণে রোগীর জীবন দুর্বিষহ ও যন্ত্রণাময় হয়ে ওঠে। রোগী যখন সেবা পাওয়ার আশায় ডাক্তারের নিকটাপন্ন হয়, তখন শুরু হয় সেবার নামে নানা পরীক্ষার অমানবিক নির্যাতন। বিভিন্ন পরীক্ষা করাতে গিয়ে যেটুকু সম্বল তাও শেষ হয়ে যায়। শেষে ধার দেনা করেও শেষ রক্ষা নামের অক্কা পাওয়া যায়। তবুও রোগ ও রোগীর কোন উন্নতি হয় না। এই হচ্ছে আমাদের দেশের ডাক্তার ও রোগীর সেবার নামের চিত্র। বিশেষ করে, শহরাঞ্চলের অলিতে গলিতে চিপা চাপায় যেভাবে হাসপাতাল ক্লিনিক নানা নামের ভিন্ন আঙ্গিকে চিকিৎসালয় বেড়েছে সে অনুপাতে চিকিৎসা সেবার মানোন্নয়ন হয়নি। বেড়েছে শুধু চিকিৎসা ব্যয়। রোগী ও রোগী পক্ষকে নিঃস্ব করার ধান্দা, ফতুর করার ভাবনা। যত ইচ্ছা আগ্রহ নিয়ে রোগী যায় ডাক্তারের কাছে। ডাক্তার সে সবের বিন্দুমাত্র তোয়াক্কা করে না। এসব কারসাজি দেশে নতুন কিছু নয়। এসবের আড়ালে থাকে ডাক্তার ও মালিকের ব্যবসায়িক কারসাজি। ডাক্তার পাড়া, কুড়িগ্রাম থেকে
×