ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিএসইসির নয়া সভাপতি অনিক সম্পাদক জাওহার

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ১ মে ২০২৪

ডিএসইসির নয়া সভাপতি অনিক সম্পাদক জাওহার

মুক্তাদির অনিক ও জাওহার ইকবাল

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান জয়ী হয়েছেন। মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। ঘোষিত ফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পান ৩১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।
উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠের শামসুল আলম সেতু সর্বোচ্চ ৪৩৮ ভোটে কার্যনিবাহী সদস্য নির্বাচিত হন।

×