ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ডিএসইসির লেখক সম্মাননা প্রদান নির্বাচন কাল

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ২৮ এপ্রিল ২০২৪

ডিএসইসির লেখক সম্মাননা প্রদান  নির্বাচন কাল

ডিএসইসির দ্বিবার্ষিক সাধারণ সভায় অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া লেখকবৃন্দ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল ডিএসইসি’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৬ জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে লেখক সম্মাননা প্রদান করা হয়েছে। আগামীকাল ৩০ এপ্রিল মঙ্গলবার সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিএসইসির সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে একাংশ) সভাপতি শহিদুল ইসলাম ও ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল হোসেন হৃদয় প্রমুখ।

প্রথম অধিবেশনে বক্তারা বলেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল সাংবাদিকদের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সংগঠন। তারা সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে আগামী তরুণ নেতৃত্ব সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে। সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। দুপুরের পর সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংগঠনের আয়-ব্যয় উপস্থাপন করেন কোষাধ্যক্ষ কবীর আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আঞ্জুমান আরা শিল্পী, সাবেক সভাপতি মুহতাসিম বিল্লাহ, আল-মামুন ছাড়াও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

×