ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

মাত্র ২০ টাকায় রেল ষ্টেশনে ভরপেট খাবার!

প্রকাশিত: ০৯:৫৪, ২৮ এপ্রিল ২০২৪

মাত্র ২০ টাকায় রেল ষ্টেশনে ভরপেট খাবার!

খাবার দোকান।

ভারতীয় রেলের পক্ষ থেকে একটি দুর্দান্ত উপহার পেয়েছেন যাত্রীরা। তারা এখন মাত্র ২0 টাকায় ভরপেট খাবার খেতে পারবেন। IRCTC এর সহযোগিতায় ভারতীয় রেল ‘ইকোনমি মিল’ নামে একটি পরিষেবা চালু করেছে। 

বিশেষ করে জেনারেল কোচদের জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। যেটিতে বাজেটের পাশাপাশি পুষ্টি ও স্বাদেরও পূর্ণ খেয়াল রাখা হবে। রেলের এই পদক্ষেপ আর্থিকভাবে দুর্বল লোকদের দীর্ঘ দূরত্বে ভ্রমণে অনেক স্বস্তি দেবে, কারণ দীর্ঘ দূরত্বের সময় ট্রেনে খাবার এবং পানীয়ের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়।

বর্তমানে রেলওয়ে ২০ এবং ৫০ টাকার দুটি খাবারের প্যাকেট সরবরাহ করছে।

দেশের ১০০টি রেলস্টেশনে এই ইকোনমি মিল কাউন্টার চালু করা হয়েছে। প্রথম ৬ মাস ট্রায়ালের পর এটি দেশের সব স্টেশনে পাওয়া যাবে।

যদি আপনি মনে করেন যে, ট্রেনে ভ্রমণ তখনই আনন্দদায়ক হয়ে ওঠে, যখন সময়ে সময়ে গরম গরম খাবার পাওয়া যায়, তাহলে রেলের এই উপহারটি আপনি অবশ্যই পছন্দ করবেন।

এসআর

×