ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এক চোখ খোলা রেখেই ঘুমায় কুমির

প্রকাশিত: ১৮:৩৫, ২২ অক্টোবর ২০১৫

এক চোখ খোলা রেখেই ঘুমায় কুমির

অনলাইন ডেস্ক॥ নদীতে কুমিরের ঘুরে বেড়ানো কিংবা ডাঙ্গায় বিশ্রামরত কুমিরকে দেখা যায় সচরাচরই। অন্তত কুমির রয়েছে এমন জায়গা গুলোতে এমন দৃশ্য স্বাভাবিক। কিন্তু বিশালদেহী এ জলজ প্রাণীটি ঘুমায় কিভাবে ? সাধারণত ঘুমের সময় পানির উপরিভাগে অর্থাৎ তীরে এসে কখনো পুরো শরীরে কিংবা কখনো অর্ধেকটা পানিতে ডুবিয়ে থাকতে দেখা যায় কুমিরকে। কিন্তু সেটি ই কি তাদের ঘুমের স্টাইল ? এতো বড় প্রাণীটি ঘুমায়ই বা কিভাবে ? অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন এক চোখ খোলা রেখেই ঘুমাতে পারে কুমির। আর এর মূল কারণ হলো একি সময়ে মস্তিষ্কের মাত্র অর্ধেকটা বন্ধ থাকে এ প্রাণীর। বিজ্ঞানীরা বলছেন এক-চোখের ঘুম কিছুটা অবাক করার মতো হলেও বিরল কিছু নয়। বহু পাখি এবং কিছু ডলফিন সহ অনেক প্রাণীই আছে যারা মস্তিষ্কের অর্ধেক সচল থাকায় ঘুমানোর সময়ও এক চোখ খোলা রাখতে পারে। মূলত কুমির সহ এসব পাণিগুলো শরীরের এক অংশকে বিশ্রামে রেখে অন্যকে সচল রাখতে পারে। সূত্র : বিবিসি বাংলা
×