ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে দুটি হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

প্রকাশিত: ২২:০০, ২৪ মে ২০২২

রূপগঞ্জে দুটি হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা এলাকা থেকে পৃথক দুটি হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুম মিয়া (২৮) ও মোঃ আমজাত হোসেন (৫০)। এ বিষয়ে মঙ্গলবার রাত পৌঁনে ৮টায় র‍্যাব-১১’র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে একই দিন দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত বছরের ২ আগষ্ট রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়া নতুনবাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোঃ মাসুম মিয়া (২৮) ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে ঘটনার শিকার মাহাবুব হোসেন সানি (১৭) নামে এক কিশোর ও তার সঙ্গে থাকা চার বন্ধুকে খুন করার উদ্দ্যেশে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে ভুক্তভোগী মাহাবুব হোসেন সানি ও তার বন্ধুদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ মাহাবুব হোসেন সানিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মোঃ মিল্লাত হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃ আসামী মোঃ মাসুম মিয়া উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। অপরদিকে একই উপজেলার ভুলতা এলাকায় চলতি বছরের ২৮ এপ্রিল এক গৃহবধুকে যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় মারপিট করা হয় এবং হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক বিষ পান করানো হয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগী গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধুর পিতা মোঃ আমিনুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ আমজাত হোসেন উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
×