ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৬:১৫, ২৬ জানুয়ারি ২০২২

রাজশাহীতে মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্র্টার, রাজশাহী ॥ রাজশাহী নগর ও জেলা পুলিশের পৃথক অভিযানে হরোইনসহ মা- মেয়ে ও অপর একজন গ্রেফতার হয়েছে। এরমধ্যে জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকা অভিযান চালিয়ে মা ও মেয়েকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা হলো মুক্তি পারভিন (২১) ও মনোয়ারা বেগম (৫২)। তারা দুইজন সম্পর্কে মা ও মেয়ে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ীর শ্রীমন্তপুর এলাকায় তাদের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসা থেকে ৭১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। এদিকে রাজশাহী নগরীতে মোটরসাইকেলে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগরের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মিঠু রানা (২৭)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মিলন হোসেনের ছেলে। নগর পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নগরীর রায়পাড়া এলাকায় অবস্থান করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন বহনের সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির দুই পাশে বিশেষ কায়দায় রাখা ৫০ লাখ টাকার মূল্যের হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার মিঠুকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
×