নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্রগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রহমত আলী(৪২) নামে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে একটি দেশীয় তৈরি এলজি সহ গ্রেপ্তার করেছে।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে বাঁশখালী থানা পুলিশের ওসি কামাল উদ্দিন ও এসআই দীপক কুমার সিংহসহ সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। রহমত আলী পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ির কালা মিয়ার পুত্র। তিনি দীর্ঘ্যদিন থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। মঙলবার (১৮ জানুয়ারি) দুপুরে আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন,১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী এলাকায় আসার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে । আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।