ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ডিজে’ বন্ধ করা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা

প্রকাশিত: ২০:২১, ১৫ জানুয়ারি ২০২২

‘ডিজে’ বন্ধ করা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফে ডিজে পার্টি বন্ধ করা নিয়ে থানা পুলিশের সঙ্গে স্থানীয় কিছু যুবকের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমিরভান্ডার রেল গেইট এলাকায় এই ঘটনা ঘটে। ডিজে পার্টি বন্ধ করার জন্য আগে থেকেই ঘোষনা থাকলেও তা বন্ধ না করায় পুলিশের সঙ্গে কিছু যুবকের বাকবিতন্ডা হয়। জানা গেছে, শনিবার পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ ছিল। সকাল থেকে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ভক্তবৃন্দ মহিষ, গরু, ছাগল নিয়ে মাজারে হাজির হতে থাকে। এদিকে, দুর্ভোগ কমাতে ও সরকারি বিধি নিষেধ মানাতে পটিয়া পোষ্ট মোড়, থানার মোড় এলাকায় গাড়ি চলাচলের মূল পথ বন্ধ করে রাখা হয়। বিকেলে স্থানীয় কিছু যুবক পিকআপে লাইটিং ও বাজনা বাজিয়ে উল্লাস করতে মাজারের দিকে ছুটে যায়। এসময় ওরশে আগত অন্য ভক্তরা ভোগান্তিতে পড়ার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে ডিজে পার্টি বন্ধ করার নির্দেশ দিলে পুলিশের সঙ্গে যুবকের বাকবিতন্ডা হয়। পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব ও পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম জানিয়েছেন, সরকারি বিধি নিষেধ না মেনে কিছু যুবক ডিজে গাড়ি নিয়ে উল্লাস করায় পুলিশ বন্ধ করতে বলেছিল। এ কারণে পুলিশের সঙ্গে ওইসব যুবকের বাকবিতন্ডা হয়। পটিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে পটিয়া আমির ভান্ডার দরকার শরীফের ওরশে যাতায়তের সময় ডিজে গাড়ি নিয়ে কিছু যুবক উল্লাস করেন। তাদেরকে নিষেধ করায় উত্তেজিত হয়ে উঠে। অবশ্যই ওরশ কমিটির সঙ্গে আলাপ করে ডিজে বন্ধ রাখা হয়েছে।
×