ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ৬৫টি ভারতীয় সিমসহ যুবক আটক

প্রকাশিত: ১৯:১২, ১৪ জানুয়ারি ২০২২

দিনাজপুরে ৬৫টি ভারতীয় সিমসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন কোম্পানির ৬৫টি সিম ও ভিওআইপি ব্যবসার বিভিন্ন যন্ত্রপাতিসহ রুবেল হোসেন (৩৩) নামে একজনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার দুপুরে হাকিমপুরের উত্তরবাসুদেবপুর এলাকার রেজাউল করিমের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুবেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চির্কা গ্রামের আরমাদ মিজির ছেলে। হাকিমপুর থানার এসআই জুয়েল রানা জানান, ‘হিলি সীমান্ত এলাকায় অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাসুদেবপুর গ্রামের জনৈক রেজাউল করিমের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে দুটি ৫শ’ ১২ পোর্টের সিম বক্স, একটি ডুয়েল ব্রান্ড রিপিটার, একটি প্লাস্টিকের এন্টেনা, দুটি এন্টেনাযুক্ত টিপি লিংক রাউটার, ভারতীয় মোবাইল ফোন অপারেটর বিএসএনএল কোম্পানির ৬০টি সিম, ভোডাফোন কোম্পানির পাঁচটি সিমসহ রুবেলকে আটক করা হয়। সে অবৈধভাবে মোবাইল সিম সংগ্রহ করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল।’ তিনি আরও বলেন, ‘এই অপরাধে তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’
×