ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

প্রকাশিত: ২৩:৪৫, ১২ জানুয়ারি ২০২২

ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

স্টাফ রিপোর্টার ॥ কখনও পুলিশ সুপার (এসপি) আবার কখনও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিতেন প্রতারক মোঃ মাহবুবুর রহমান (৫০)। ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন থানা ও ইউনিটে তদবির বাণিজ্য চালাতেন তিনি। এমনকি মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ভুয়া অফিস আদেশ তৈরি করেও হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এভাবে নিরীহ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিলাসী জীবন যাপন করেছিলেন তিনি। অবশেষে প্রতারণা করতে গিয়ে সিআইডির জালে ধরা পড়েন প্রতারক মাহবুবুর রহমান। সোমবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির এলআইসি ও ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সমন্বিত একটি টিম। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি জ্যাকেট উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর এসব কথা জানান। এসএসপি মুক্তা ধর জানান, ২০১৯ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মতিঝিল থানায় একটি মামলা হয়। ওই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কথা বলে তদন্ত প্রতিবেদন আসামিদের পক্ষে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নেন গ্রেফতারকৃত মাহবুবুর রহমান।
×