ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরকীয়ার জেরে খুলনায় ঘটে ট্রিপল মার্ডার

প্রকাশিত: ০০:০৪, ১১ জানুয়ারি ২০২২

পরকীয়ার জেরে খুলনায় ঘটে ট্রিপল মার্ডার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কয়রায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। উপজেলার বামিয়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি বেগম ও ১২ বছরের মেয়ে হাবিবা সুলতানা টুনিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছে পুলিশ। একই এলাকার এক নারীর পরকীয়ায় বাধাদান ও প্রতারণামূলক আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে বিউটি বেগম ও তার মেয়েকে ধর্ষণের পর তিনজনকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়। হত্যাকা-ে কমপক্ষে ৬ জন সরাসরি অংশ নেয়। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান সোমবার দুপুরে তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, চাঞ্চল্যকর এ ট্রিপল মার্ডারের মামলায় অন্যতম আসামি আবদুর রশিদ গাজী ও জিয়াউর রহমানসহ মোট ১৫ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রশিদ গাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বছর ২৬ অক্টোবর সকালে পুলিশ বামিয়া গ্রামের হাবিবুল্লাহর বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে। নেত্রকোনায় ৬ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ মদন পৌর এলাকার দেওয়ান বাজারে রবিবার গভীর রাতে অগ্নিকা-ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, রাত আড়াইটার দিকে দেওয়ান বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা কয়েকটি ঘরে আগুন জ¦লতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রথমে এলাকাবাসী এবং পরে মদন উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান।
×