ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ব্রিটেনের

প্রকাশিত: ২২:১০, ৮ জানুয়ারি ২০২২

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ব্রিটেনের

রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাজ্য বলেছে, মস্কোর অর্থনৈতিক খাতকে চরম দুর্দশায় ফেলতে নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ চলছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পার্লামেন্টে বলেন, ইউক্রেনে আর কোন রকম সামরিক হস্তক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনবে। সেই সঙ্গে রাশিয়ার স্বার্থ এবং অর্থনীতিকে চরম মূল্য দেয়াতে সমন্বিত নিষেধাজ্ঞা আপতিত হবে। তিনি বলেন, যুক্তরাজ্য রাশিয়ার অর্থনৈতিক খাত এবং ব্যক্তিবর্গের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করছে। রাশিয়া এর গণতান্ত্রিক প্রতিবেশী দেশে বিঘœ ঘটানোর যে অভিযান শুরু করেছে তা আমরা মেনে নেব না। তারা তাদের আগ্রাসী আচরণের যৌক্তিকতা তুলে ধরতে ইউক্রেনকে মিছেমিছি একটি হুমকি হিসেবে চিত্রিত করছে। তিনি আরও বলেন, রাশিয়া হচ্ছে এখানে আগ্রাসী শক্তি, আর ন্যাটো সবসময়ই প্রতিরক্ষামূলক জোট। সম্প্রতি ইউক্রেনের কর্মকর্তারা তাদের দেশের সীমান্তে একলাখের বেশি রুশ সেনা মোতায়েনের কথা জানিয়ে দেশটিতে রাশিয়া শিগগির আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও অভিযোগ করে বলেছে, সেনা মোতায়েনের মধ্য দিয়ে ইউক্রেনে হামলার পরিকল্পনা করেছে মস্কো। ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্রও। রাশিয়া অবশ্য ইউক্রেনে হামলার ব্যাপারে পশ্চিমাদের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ২০২২ সালে রাশিয়া শিগগিরই ইউক্রেনে সামরিক হামলা শুরু করতে পারে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তিনি এ মাসের শেষদিকে কিয়েভ সফরে যাবেন। সেখানকার অবস্থা গুরুতর পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে। এখান থেকে পরিত্রাণের পথ একটাই।
×