ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিজাইডিং অফিসার ও দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পাটগ্রামে জাল ভোট দেয়ায় ৭ জন আটক

প্রকাশিত: ১৯:৩১, ৫ জানুয়ারি ২০২২

পাটগ্রামে জাল ভোট দেয়ায় ৭ জন আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়নের ভোটগ্রহন শেষ হয়েছে। চলতে গণনা। জাল ভোট দেয়ার অভিযোগে শ্রীরামপুর ইউনিয়নে কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩ জনসহ বিভিন্ন কেন্দ্র হতে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাল ভোট দিতে সহায়তার অভিযোগ উঠায় দুই পুলিশ কর্মকর্তা ও এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। জানা গেছে, ভোট দেওয়াকে কেন্দ্র করে দহগ্রাম, বুড়িমারি ও কুচলিবাড়ি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষ ১২জন আহত হয়েছে। দহগ্রাম ইউনিয়নে জাল ভোটে সহায়তা করায় বঙ্গেরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজানুল ইসলামকে প্রত্যাহার করে নেয় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান। বুধবার একটায় টার আপ্তার উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ডাঙ্গাপাড়ার শফিকুল ইসলামের ছেলে রাকিব(২০), আবুল হোসেনের ছেলে সুমন(১৯), মানিক প্রধানের ছেলে রাসেল প্রধান(২৫) কে পুলিশ আটক করে। জাল ভোটে সহায়তা করায় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মৃণাল কান্তি প্রত্যাহার হয়। অর্থের বিনিময়ে মৃণাল কান্তি সরকার বিরোধী প্রার্থীর হয়ে কাজ করছিল বলে অভিযোগ উঠেছে। এই মৃণালের খুটির জোর একজন জেলা পুলিশের এডিশনাল এসপি। যিনি শিক্ষা জীবনে জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গোয়েন্দা সংস্থা গুলো তাঁকে বেয়াদব বলে চিনে। এই বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন হবে দাবি উঠেছে। এছাড়া জাল ভোট দেয়ায় কামারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক জন, বুড়ীমারী নসর উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র একজন, দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র একজন এবং ললিতারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এক জন আটক হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান সংঘর্ষ ও জাল ভোটে আটকের সত্যতা নিশ্চিত করেছে।
×