ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

উদার গণতান্ত্রিক ব্যবস্থাই সবাই চায় ॥ ড. আকবর

প্রকাশিত: ০১:৫৫, ২১ ডিসেম্বর ২০২১

উদার গণতান্ত্রিক ব্যবস্থাই সবাই চায় ॥ ড. আকবর

স্টাফ রিপোর্টার ॥ অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, অবশ্যই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জয়লাভে ভারতের অবদান রয়েছে। সে জন্য আমাদের ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত নয়। এ কথা কিন্তু ১৯৭১ সালে শোনা যেত না, সম্প্রতি উঠেছে। আমি এর সোজা জবাব দিতে চাই। ভারতও জানে, বাংলাদেশও জানে যে চিরন্তন কৃতজ্ঞতাবোধ পৃথিবীর কোথাও নেই, এটা ব্যক্তিগত বন্ধুত্ব নয়। এটা জাতির সঙ্গে জাতির, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বন্ধুত্ব। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বন্ধুত্ব তখনই হবে যখন আমাদের স্বার্থ অভিন্ন হবে। আর যদি আমাদের স্বার্থের ক্ষেত্রে সংঘাত থাকে, তাহলে চিরন্তন কৃতজ্ঞতাবোধ কোনদিনই হবে না। সোমবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেন্টার ফর গবর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. আকবর আলি খান। তিনি বলেন, দেশের সবাই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাই চায়। যেখানে থাকবে সুষ্ঠু নির্বাচন, প্রতিষ্ঠিত থাকবে আইনের শাসন, থাকবে কথা বলার অধিকার। যেগুলোর উপস্থিতি অনেকটাই নেই। মনে রাখতে হবে, ধর্মনিরপেক্ষতার জন্য গণতন্ত্র প্রয়োজন, আর গণতন্ত্র থাকলেই কেবল সুশাসন প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে কৃতজ্ঞতা চিরন্তন হতে পারে না। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন একসঙ্গে হবে না। সবার আগে প্রয়োজন গণতন্ত্রের। ধর্মনিরপেক্ষতার জন্য প্রয়োজন গণতন্ত্রের। আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুশাসন নিশ্চিত না হলে উন্নয়ন হয় না, উন্নয়নের জন্য সুশাসন প্রয়োজন।
×