ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উখিয়ায় ক্যাম্পে আরসা ক্যাডারসহ ২৪১ জন আটক, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশিত: ১৫:৫৫, ৩ ডিসেম্বর ২০২১

উখিয়ায় ক্যাম্পে আরসা ক্যাডারসহ ২৪১ জন আটক, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, উখিয়া ॥ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গেল নবেম্বর মাসে আরসা ক্যাডারসহ বিভিন্ন মামলার ২৪১ জন আসামি গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক, দেশী বিদেশী অস্ত্র উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়। ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার জানান, নবেম্বর মাসে বিশেষ অভিযানে ১৯৩ জন কথিত আরসা সদস্য, ৫৩ হাজার ৫২২পিস ইয়াবা বড়ি, ৫৫০ গ্রাম গাঁজা, ৪৩ ক্যান বিদেশী বিয়ার, ৫ বোতল বিদেশী মদ, মাদক বিক্রির নগদ ২লাখ ৬৮ হাজার টাকা, ২টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন প্রকার ১৪৯টি দেশীয় অস্ত্র, ২০ লক্ষ টাকার বিভিন্ন প্রকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত ঘটনায় ৩৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯৯ হাজার টাকা জরিমানা আদায়, বিভিন্ন মামলার সন্দেহজনক ২১ জন পলাতক আসামি আটক, রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন রোহিঙ্গা নাগরিক আটক, অবৈধ ৫২টি সিএনজি চালিত অটো রিক্সা, ৯টি ব্যাটারি চালিত অটোরিক্সা ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
×