ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও গণকবরগুলি অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে

প্রকাশিত: ২১:০৫, ২ ডিসেম্বর ২০২১

মাগুরায় মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও গণকবরগুলি অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মহান মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও কয়েকটি গণকবর। অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় বধ্যভূমি ও গলকবরগুলি ধ্বংস হচ্ছে। মুক্তিযুদ্ধের সময়ের পাকবাহিনীর বর্বরতার চিহ্ন সংরক্ষন করা প্রয়োজন। জানাগেছে , মাগুরা শহরের ঢাকারোড নবগঙ্গা নদীর ব্যারেজে এবং ডাইভারশন ক্যানালে পাকবাহিনী মত শত মানুষকে গুলি করে নদীতে ভাসিয়ে দিত। শহরে পিটিঅই প্রাঙ্গনে পাকবাহিনী শত শত মানুষকে হত্যা করে গণকবর দেয়। এখানে গণকবরগুলি যথাযথভাবে সংরক্ষন করা হয়নি। মাগুরা-- যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার ঘরিয়া নামকস্খানে সড়কের দুই পাশে গণকবর দুটি অবস্থিত । একটি ৭জন এবং অপরটিতে ৬জন মুক্তিযোদ্দা শায়িত রয়েছেন । দীর্ঘদিনের অযত্ন অবহেলায় গণকবর দুটি নিশ্চিহ হতে চলেছে। ১৯৭১ সালের ২২ আগষ্ট মহান মুক্তিযুরে সময় ১৩জনের একদল মুক্তিযোদ্ধা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ঝিনাইদহের কালিগঞ্জের মধ্যদিয়ে ফরিদপুরে যাওয়ার সময় মাগুরার শালিখার ছয়ঘরিয়া নামকস্থানে আসলে একদল রাজাকার তাদের আটক করে হত্যা করে ছয়ঘরিয়ার সড়কের দুই পাশে দুটি গণকবরে কবর দেয়। তাদের বাড়ি রাজবাড়ি ও ফরিদপুরে। শালিখায় চিত্রা নদীর তীরে রাজাকাররা ৮জন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে গণকবর দেয়। এখানে ছোট পরিসরে একটি স্মুতি সৌধ রয়েছে। তবে শালিখায় তালখড়িতে ৭ মুক্তিযোদ্ধার গলকবরটিতে সুন্দরভাবে একটি স্মুতি সৌধ নির্মাণ করা হয়েছে।এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষিত হলেও মাগুরার অন্য গণকবর ও বধ্যভূমি মুক্তিযোদ্ধারা সংরক্ষন করার জন্য দাবী জানিয়েছে।
×