ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলা : দ্বিতীয় পত্র (ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা) নাসরিন হক

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০০:০৯, ২৮ নভেম্বর ২০২১

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। বাংলাদেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ভাষা কোন্টি? ক) বাংলা খ) চাকমা গ) পৃথক মাতৃভাষা ঘ) সাঁওতাল উত্তর: গ) পৃথক মাতৃভাষা ২। বাংলা পৃথিবীর কততম রাষ্ট্রভাষা? ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ উত্তর: ঘ) চতুর্থ ৩। কোন্ যুক্তিতে রাষ্ট্রভাষা নির্ধারণ করা হয়? ক) রাষ্ট্র পরিচালকদের ইচ্ছা অনুযায়ী খ) অর্ধেক জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে গ) রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা ঘ) নির্বাচনের মাধ্যমে করা হয় উত্তর: গ) রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা ৪। ভারতের ঝাড়খ- রাজ্যের প্রশাসনিক ভাষা কোন্টি? ক) হিন্দি খ) ইংরেজি গ) আসামি ঘ) বাংলা উত্তর: ঘ) বাংলা ৫। বাংলাদেশের সংবিধানের কোন্ অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা? ক) প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে খ) প্রথম ভাগের দ্বিতীয় অনুচ্ছেদে গ) প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদে ঘ) প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদে। উত্তর: ক) প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে ৬। ভারতের প্রশাসনিক কাজকর্মের ভাষা কোন্টি? ক) আঞ্চলিক ভাষা খ) হিন্দি গ) ইংরেজি ঘ) হিন্দি ও ইংরেজি উত্তর: ঘ) হিন্দি ও ইংরেজি ৭। বালুচ কোন্ দেশের আঞ্চলিক ভাষা? ক) বাংলাদেশ খ) পাকিস্তান গ) ভারত ঘ) নেপাল উত্তর: খ) পাকিস্তান ৮। মানুষের মনের মধ্যে সবসময় কোনটির আনাগোনা চলে? ক) ভাব ও কাজের খ) বুদ্ধি ও ভাবের গ) চিন্তা ও কল্পনার ঘ) ইশারা ইঙ্গিত উত্তর : খ) বুদ্ধি ও ভাবের ৯। বুদ্ধি বা ভাব কিসের মাধ্যমে প্রকাশিত হয়? ক) ইশারা খ) অঙ্গভঙ্গি গ) ছবি ও নাচ ঘ) সবগুলো উত্তর : ঘ) সবগুলো ১০। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কী? ক) ইশারা খ) অঙ্গভঙ্গি গ) ছবি ঘ) ভাষা উত্তর : ঘ) ভাষা ১১। আওয়াজ ও ধ্বনির সমষ্টি কী হতে হয়? ক) অর্থপূর্ণ খ) নিরর্থক গ) লম্বাকৃতির ঘ) বক্রাকৃতির উত্তর : ক) অর্থপূর্ণ ১২। অর্থপূর্ণ ধ্বনিই হলÑ ক) ব্যাকরণের প্রাণ খ) ভাষার প্রাণ গ) বর্ণের প্রাণ ঘ) লিখিত রূপ উত্তর : খ) ভাষার প্রাণ ১৩। স্থান কাল সমাজ ভেদে কিসের রূপভেদ দেখা যায়? ক) ধ্বনি খ) বর্ণের গ) ভাষার ঘ) ব্যাকরণের উত্তর : গ) ভাষার ১৪। কিসের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয়? ক) ফুসফুসের সাহায্যে খ) প্রযুক্তির সাহায্যে গ) মুখের সাহায্যে ঘ) বাগযন্ত্রের সাহায্যে উত্তর : ঘ) বাগযন্ত্রের সাহায্যে ১৫। ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়? ক) শব্দ খ) বর্ণ গ) বর্ণমালা ঘ) বাক্য উত্তর : ক) শব্দ ১৫। ম্যান্ডারিন কোন দেশের ভাষা? ক) ফ্রান্স খ) চীন গ) থাইল্যান্ড ঘ) বার্মা উত্তর : খ) চীন ১৭। গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? ক) চাংমা খ) সাচিক গ) আচিক ঘ) উচিক উত্তর : গ) আচিক ১৮। পৃথিবীতে প্রায় কতগুলো ভাষা প্রচলিত আছে? ক) আড়াই হাজার খ) তিন হাজার গ) সাড়ে তিন হাজার ঘ) চার হাজার উত্তর : গ) সাড়ে তিন হাজার ১৯। পৃথিবীতে কত লোকের মাতৃভাষা বাংলা? ক) ত্রিশ কোটি খ) প্রায় ত্রিশ কোটি গ) ত্রিশ কোটিরও বেশী ঘ) ত্রিশ কোটিরও কম উত্তর : গ) ত্রিশ কোটিরও বেশী ২০। বাংলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন ভাষার? ক) আসামী ও গুজরাটি খ) ওড়িয়া ও মারাঠি গ) আসামি ও ওড়িয়া ঘ) ওড়িয়া ও পাঞ্জাবি উত্তর : গ) আসামি ও ওড়িয়া
×