ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ নভেম্বর ২০২১

কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় কৃষি পুনর্বাসন ও কৃষি পণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ৪ হাজার ৭০জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, বোরো ধান, ভুট্টা, চিনাবাদাম, গম, পেঁয়াজ, সূর্যমূখী, খেসারী, মসুর, টমেটো, মরিচ বীজ ও ডিএপি এবং এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
×