ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম মজিদা কলেজের অনার্স শিক্ষকগণের ক্লাস বর্জন করে ধর্মঘট পালন

প্রকাশিত: ১৮:১৬, ২৪ নভেম্বর ২০২১

কুড়িগ্রাম মজিদা কলেজের অনার্স শিক্ষকগণের ক্লাস বর্জন করে ধর্মঘট পালন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে মজিদা আর্দশ ডিগ্রি কলেজে অনার্স শিক্ষকগণ ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করেছে। বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ বে-সরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আয়োজনে কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করেন। এর আগে কলেজের অধ্যক্ষকে কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে অনার্স শিক্ষকগণকে কলেজ থেকে এমপিও ভুক্তি না হওয়া পর্যন্ত জাতীয় বেতন স্কেল অনুযায়ী শতভাগ বেতন প্রদানের জন্য অনুরোধ করেন। এসময় বক্তব্য রাখেন, প্রভাষক হারুন অর রশীদ কেন্দ্রীয় অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সভাপতি, প্রভাষক লাইলুন নাহার, প্রভাষক নাসিমা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ সমূহে ১৯৯৩ সাল থেকে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হলেও এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে না থাকায় সারা দেশে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ৫ হাজার ৫’শ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছে। কিছু প্রতিষ্ঠান ৩ হাজার থেকে ১০ হাজার টাকা বেতন দেয়। যা দিয়ে জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন। অতিদ্রুত জনবল কাঠামে অন্তভুক্ত করে এমপিও প্রদানের জন্য আবেদন জানান তারা।
×