ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত: ১৪:২৮, ২৮ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সম্মুখ যুদ্ধে অংশ গ্রহনকারী ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নাম অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকালে কালেক্টোরেট চত্তরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান। সমাবেশ ও মানববন্ধন উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাবেক কমান্ডার বৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা গাজী ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। নিজে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দেশের মধ্যে প্রবেশ করে বিভিন্ন সময়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হওয়ার পর সিরাজগঞ্জে এসে সকল মুক্তিযোদ্ধাদের সমর্থন নিয়ে বেসামরিক প্রশাসনের দায়িত্ব গ্রহণ করে তৎকালীন মহকুমা প্রশাসক হিসাবে প্রশাসনিক কাজ করেন। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও তালিকায় নাম না থাকায় তিনি ব্যথিত ও হতাশ হয়েছেন। অবিলম্বে তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তার সমর্থনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট বিমল কুমার দাস,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত- সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার সাবেক তিনজন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ, বীর মুক্তিযোদ্ধাআশরাফুল ইসলাম চৌধুরী জগলু প্রমূখ।
×