ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পরে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৬:৫৪, ২৫ অক্টোবর ২০২১

গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পরে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে পল্লী বিদ্যুতে খুঁটির নিচে চাপা পরে আফছার উদ্দিন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০ টার দিকে ধামাইল এশিয়ান হাইওয়ে সড়কের ধামাইল পশ্চিমপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ধামাইল এলাকা পল্লী বিদ্যুতের নতুল লাইন সংযোগের জন্য কাজ চলছে। আফছার উদ্দিন সোমবার সকালে নিজের গরু চড়াতে পল্লী বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিদ্যুতের খুঁটি উপড়ে পরে তার উপর। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী বলেন, বিদ্যুতের খুঁটির নিচে পরে বৃদ্ধা আফছার উদ্দিনের মৃত্যু হয়েছে। খুঁটি গুলো দুর্বলভাবে পুঁতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে পল্লী বিদ্যুতের খুঁটি পুঁতা হয়েছিল। দিন না পেরুতেই সোমবার সকাল ১০ দিকে ঐ খুঁটি উপড়ে পরলে তার নিচে চাপা পরে কৃষক আফছার উদ্দিনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের গাফিলতি ও তদারকির অভাবেই ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে।
×